আন্তর্জাতিক

বিশ্বে প্রথম ভ্যাকসিন অনুমোদন দিল রাশিয়া


অবশেষে একটা ভালো খবর। মস্কোর গামালেয়া ইন্সটিটিউট এর তৈরি করা ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছে রাশিয়ার সরকার। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার (১১ আগস্ট) এই ঘোষণা দিয়েছেন। খবর ডয়েচে ভেলের।


মানুষের ওপর পরীক্ষার দু মাসেরও কম সময়ে ভ্যাকসিনটির অনুমোদন দেওয়া হলো। এক টিভি বার্তায় পুতিন বলেন,  আজ সকালে বিশ্বে প্রথমবারের মতো করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি ভ্যাকসিন নিবন্ধন করা হয়েছে।

রাশিয়ার এই ভ্যাকসিনটি করোনার বিরুদ্ধে শক্ত রোগ-প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সক্ষম বলে আশ্বস্ত করেছেন পুতিন। ভ্যাকসিন নিয়ে সন্দেহ দূর করতে তিনি জানান, তার মেয়েও এই ভ্যাকসিন নিয়েছেন।

খুব তাড়াহুড়ো করেই ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে রাশিয়া। ভ্যাকসিনের কার্যকারিতা নিশ্চিত করতে তৃতীয় ধাপে হাজার মানুষের ওপর কয়েক মাস ধরে ভ্যাকসিনের ট্রায়াল চলতে থাকে। তবে গামালেয়া ইন্সটিটিউট এই ধাপটি এড়িয়ে গেছে বলে অভিযোগ রয়েছে বিজ্ঞানীদের। তবে ভ্যাকসিনের যথেষ্ট নিরাপত্তামূলক ট্রায়াল চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।