আন্তর্জাতিক

মহানবীকে নিয়ে ‘কটূক্তিমূলক’ পোস্টের জেরে ভারতে নিহত ৩

মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে ‘কটূক্তিমূলক’ পোস্ট দেয়াকে কেন্দ্র করে ভারতের বেঙ্গালুরু শহরে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।   


স্থানীয় একজন রাজনীতিবিদের আত্মীয় যিনি ফেসবুকে ওই কটূক্তিমূলক পোস্ট দিয়েছিলেন, তার বাড়ির সামনে বিক্ষুব্ধ মানুষ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলে বিক্ষোভ করছিলেন।

পুলিশ জানায়, তারা যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে থাকা পুলিশের ওপর পাথর ছুঁড়তে থাকে।

পুলিশ ফেসবুকে পোস্ট দেয়া ব্যক্তিকে আটক করেছে, সেই সাথে ১১০ বিক্ষোভকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।সিটি কমিশনার কমল পান্ত জানান, মঙ্গলবার রাতে সহিংসতায় সিনিয়র অফিসারসহ কমপক্ষে ৬০ পুলিশ আহত হয়েছেন। শহরের দুটি থানা এলাকায় কারফিউ দেয়া হয়েছে।

কর্ণাটক রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ রাজ্যের রাজধানী বেঙ্গালুরু।

স্থানীয় গণমাধ্যম জানায়, এ পোস্টটির সন্ধানের পরে বিক্ষোভকারীরা রাজনীতিকের বাড়ির পাশাপাশি একটি পুলিশ স্টেশনের বাইরে পাথর ছুঁড়ে আক্রমণ করার পর এ সহিংসতা শুরু হয়।

এদিকে, সংসদ সদস্য আখন্দ শ্রীনিবাস মুর্তি বিক্ষোভকারীদের শান্ত থাকার জন্য একটি ভিডিও পোস্ট করেছেন এবং তাদের ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন।







এলএ বাংলা টাইমস/এমকে