আন্তর্জাতিক

চীনে বিউবোনিক প্লেগে মৃত্যু ১: গ্রাম লকডাউন

চীনে বিউবোনিক প্লেগে একজন গ্রামবাসীর মৃত্যুর পর পুরো গ্রামকে লকডাউন করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
 
এই ঘটনার পর ইনার মঙ্গোলিয়ার সুজিশিনচান এলাকার স্থানীয় বাড়িগুলোকে পরিচ্ছন্নতার নির্দেশ দেওয়া হয়েছে।

মারা যাওয়া ব্যক্তি কীভাবে ওই রোগে আক্রান্ত হলেন, সে বিষয়ে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে রোগটিতে এখন পর্যন্ত আর কেউ আক্রান্ত হননি বলে জানিয়েছেন ঘটনাস্থলের নিকটবর্তী শহর বাতোতৌ-এর স্বাস্থ্যকর্মীরা।

উল্লেখ্য, চীনে প্রায়ই প্লেগের সংক্রমণ দেখা দেয়। যদিও সাম্প্রতিক সময়ে মহামারি আকারে সংক্রমণের হার অনেকাংশেই কমে গেছে। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত দেশটিতে প্লেগে আক্রান্ত হন ২৬ জন আর মৃত্যু হয় ১১ জনের।

সম্প্রতি মারা যাওয়া ওই ব্যক্তি বিউবোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।

মধ্যযুগে বিউবোনিক প্লেগকে ডাকা হতো “ব্ল্যাক ডেথ” নামে। অত্যন্ত সংক্রামক এবং প্রাণঘাতি এই রোগটি ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়।

এদিকে, চীনের এই পরিস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘‘সতর্কভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে’’, তবে এটি ‘উচ্চমাত্রায় ঝুঁকিপূর্ণ’ নয় বলে জানিয়েছে তারা। এই রোগটি এক সময় ভীতিকর হলেও বর্তমানে সহজেই নিরাময়যোগ্য।






এলএ বাংলা টাইমস/এমকে