আন্তর্জাতিক

ইসরাইল ও আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যাস্থতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল ঐতিহাসিক শান্তি চুক্তি করেছে।

ফিলিস্তিন ও ইরান ইস্যুসহ মধ্যপ্রাচ্যের রাজনীতি ও দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে বৃহস্পতিবার (১৪ আগস্ট)  এই চুক্তি করা হয়। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদের মধ্যে টেলিফোন কনফারেন্স কলে এই চুক্তি সম্পন্ন করা হয়েছে।

এক যৌথ বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আবুধাবির যুবরাজ মোহাম্মদ আল নাহইয়ান জানিয়েছেন, তাদের প্রত্যাশা এই ঐতিহাসিক চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে।

এই শান্তিচুক্তির ফলে ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি নির্মাণ পরিকল্পনা থেকে সরে আসবে বলে জানিয়েছেন তারা।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই চুক্তির আগে ইসরায়েলের সঙ্গে পারস্য মধ্যপ্রাচ্যের কোনো দেশেরই কূটনৈতিক সম্পর্ক ছিল না।

চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও আরব আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ ও দূতাবাস স্থাপনের লক্ষ্যে বিভিন্ন দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করবেন।

এলএবাংলাটাইমস/ওএম