আন্তর্জাতিক

শপথ নিলেন মমতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় রাজভবনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার সকাল ১১টার দিকে শপথ নেন তিনি। সংবাদমাধ্যম আনন্দবাজার  এ তথ্য জানিয়েছে হয়।

শপথ নেওয়ার পরপরই মমতা জানালেন, তাঁর প্রথম কাজ হবে রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলা করা।

শপথ অনুষ্ঠান শেষে কর্মস্থল নবান্নে গিয়ে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন বলে জানিয়েছেন মমতা।

রাজ্যে ২১৩টি আসন নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে নন্দীগ্রাম আসন থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠেছিল, বিধায়ক না হয়েও কি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় কোনো বাধা থাকে? কিন্তু না, পরে নিশ্চিত হওয়া গেল, সংবিধান অনুযায়ী মমতার শপথগ্রহণে কোনো বাধা নেই।

জানা গেছে, মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পরের দিন আগামীকাল বৃহস্পতিবার (৬ মে) রাজ্য মন্ত্রিসভার জন্য মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

উল্লেখ, গত সোমবার রাজভবনে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে রাজ্যপালের কাছে নতুন সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  এলএবাংলাটাইমস/এলআরটি/আই