আন্তর্জাতিক

‘ফরেস্ট টাউন’ বানাচ্ছে সিঙ্গাপুর

অক্সিজেনের শহর বানানোর কাজে হাত দিয়েছে সিঙ্গাপুর। ৭০০ হেক্টর জমির উপর গড়ে তোলা হচ্ছে শহরটিকে। শহরটিতে থাকবে ৫টি বিভাগ, থাকবে ৪২ হাজার বাড়ি।

পরিবেশ দূষণ এড়াতে শহরের রাস্তায় থাকবে না কোনো যানবাহন। ঘুরে-বেড়ানো যাবে শুধু পায়ে হেঁটে বা সাইকেলে। গাড়ির জন্য নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা। মাটির নিচের টানেল দিয়ে চলবে গাড়ি। গোটা ‘ফরেস্ট টাউন’ প্রকল্পটির আরেকটি নাম হল ‘প্রজেক্ট তেনগা’।

শহরটি গড়ে উঠছে সিঙ্গাপুরের পশ্চিমে। ওই অঞ্চলে রয়েছে তেনগা বনভূমি। একটা সময়ে ওই অঞ্চলে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হত, বড় ইটভাঁটাও ছিল। পরিবেশের স্বার্থে শহর গড়তে গিয়ে পরিবেশের উপর প্রভাব ফেলা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। পরিবেশবাদীদের অভিযোগ, শহর তৈরির কাজে কাটা পড়ছে তেনগা বনভূমির প্রচুর গাছ।

স্মার্ট সিটি ইন্ডেক্সে এ বছরেও বিশ্বে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ার সবুজতম শহর বলেও পরিচিত দেশটি। এ শহরের ঠিক মাঝ বরাবর থাকবে ১০০ মিটার চওড়া বনভাগ। প্রাণী সংরক্ষণের ব্যবস্থাও থাকবে এই বনভাগে।

শহরের বিদ্যুত নিয়ন্ত্রণে স্মার্ট আলোর কথাও ভাবা হয়েছে। সময় হলে নিজ থেকেই নিভে গিয়ে খরচ বাঁচিয়ে দেবে স্মার্ট লাইট। এ ছাড়াও বিদ্যুত ব্যবহারের লাগাম টানতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়ার ব্যাপারেও ভাবা হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]