আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালী দিয়ে অতিক্রম করলো যুক্তরাষ্ট্রের জাহাজ

মঙ্গলবার চীন ও তাইওয়ানকে পৃথককারী তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ। ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ভার্চ্যুয়াল বৈঠকের পরে প্রথমবারের মতো জাহাজ অতিক্রম করার ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্রসহ আরও অনেক দেশ তাইওয়ান প্রণালীকে আন্তর্জাতিক মুক্ত জলসীমা হিসেবে মনে করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহর জানিয়েছে, আর্লেগ বার্গ নামের ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ওই যুদ্ধজাহাজটি সাধারণ চলাচল বা রুটিন ট্রানজিটের অংশ হিসেবে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে স্বাধীন এবং মুক্ত রাখতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর। আর এই সমুদ্রযাত্রাকে চলতি বছরের একাদশতম মহড়া হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ১৫ নভেম্বর অনুষ্ঠিত বাইডেন-সির মধ্যে ভার্চ্যুয়াল বৈঠকে তাইওয়ানের ভবিষ্যৎ নিয়ে বেইজিং ওয়শিংটনকে কঠোর বার্তা দিয়েছিল। ওই সময় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাইওয়ানকে স্বাধীনতার বিষয়ে উদ্বুদ্ধ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়। এলএবাংলাটাইমস/এমডব্লিউ