মঙ্গলবারে (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব এন্থনি ব্লিনকেন বলেন যে চীনের আগ্রাসন ঠেকাতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রগুলোর সাথে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন করবে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবারে ইন্দোনেশিয়া সফরকালে অ্যান্টনি ব্লিঙ্কেন ইন্দো-প্যাসিফিককে বিশ্বের সবচেয়ে গতিশীল অঞ্চল হিসাবে বর্ণনা করেছেন এবং বলেছেন আগ্রাসী রাষ্ট্রদের বিরুদ্ধে রুখে দাড়ানোর দায়িত্ব সবার।
তিনি বলেন,’ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উন্নতি অব্যাহত রাখতে আমরা আমাদের মিত্রদের সাথে কাজ করবো।‘ চীনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমরা এতোদিনের তিলে তিলে তৈরি করা শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখবো। কোন নির্দিষ্ট গোষ্ঠীর আগ্রাসন ও গুন্ডামি আমরা সহ্য করবো না।‘
প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা নেওয়ার পর এন্থনি ব্লিনকেনের এই প্রথম দক্ষিণ-পুর্ব এশিয়া সফর। চীনের প্রভাব কমাতে ও সম্পর্ক উন্নয়নের জন্যই এই সফরের আয়োজন করা হয়েছে।
এলএবাংলাটাইমস/এমডব্লিউ