সুইজারল্যান্ডের জেনেভায় জ্যেষ্ঠ কূটনীতিক এবং সেনা কমর্কর্তাদের বৈঠকের পর যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনে সামরিক আক্রমণ করার কোনো উদ্দেশ্য রাশিয়ার নেই।
সোমবার (১০ জানুয়ারি) দুই পক্ষ ইউক্রেন ইস্যুতে প্রায় সাত ঘন্টা ধরে আলোচনা করে। সেখানে উভয় পক্ষ উত্তেজনা প্রশমিত করার পক্ষে সায় দেয়।
তবে এখনো এই আলোচনার প্রেক্ষিতে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়নি।
ইউক্রেন সীমান্ত ঘেঁষে রাশিয়ার প্রায় ১ লাখের মতো সৈন্য রয়েছে। যার কারণে উভয় দেশের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
তবে পশ্চিমা দেশগুলোকে মোকাবিলা করার ক্ষেত্রে রাশিয়াকে যেনো যুক্তরাষ্ট্র খাটো করে না দেখে, সেই বিষয়েও সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রকে।
রাশিয়ার ডেপুটি ফরেন মিনিস্ট্রি সার্গি রেইবকভ বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আমাদের সতীর্থদের ব্যাখ্যা করে বলেছি যে আমাদের ইউক্রেনে আক্রমণ করার কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা নেই’।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আমরা বোঝাতে পেরেছি যে আমাদের সকল সৈন্য ও সামরিক অস্ত্রশস্ত্র আমাদের সীমান্তের মধ্যেই রয়েছে। এই বিষয়ে শঙ্কার কিছু নেই’।
এলএবাংলাটাইমস/ওএম