আন্তর্জাতিক

সিরিয়ান শরণার্থীদের ৮০০ মিলিয়ন ডলার সাহায্য পাঠাচ্ছে আমেরিকা

সিরিয়ায় চলমান যুদ্ধে ক্ষতিগ্রস্থ সিরিয়ান নাগরিকদের সাহায্যের জন্য ৮০০ মিলিয়ন ডলার সাহায্য হিসেবে দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবারে (১০ মে) ব্রুসেলসে সিরিয়ার সমর্থনে আয়োজিত এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এই তথ্য জানিয়েছেন। থমাস-গ্রিনফিল্ড বলেন,’এই যুদ্ধ বিগত ১০ বছর ধরে চলছে এবং সাধারণ জনগণ শোষনের শিকার হচ্ছে। মানুষ খাদ্য,চিকিৎসা কিছুই পাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে সবচেয়ে বেশি মানবিক সাহায্যের যোগান দেয়। এটিই আমাদের দায়িত্ব এবং আমাদের রাষ্ট্রের মূলনীতি।‘ এই পর্যন্ত এটিই সিরিয়ায় পাঠানো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি অর্থের সাহায্য। সাহায্যটি এমন সময় পাঠানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে ক্রমাগত সাহায্য পাঠাচ্ছে। গ্রিনফিল্ড জানান, এই সাহায্যের কারণে ইউক্রেনে পাঠানো সাহায্যের পরিমাণ কমবে না। তুরস্ক থেকে সিরিয়া পর্যন্ত বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং খোলা রাখার বিষয়ে উদ্বেগ বাড়ছে।  বাব আল-হাওয়া  একটি একক সীমান্ত ক্রসিং যা এখন মানবিক সহায়তার জন্য উন্মুক্ত। এটি এক বছরের জন্য উন্মুক্ত রাখার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মেয়াদ জুলাইয়ে শেষ হবে। এই সীমান্ত ক্রসিংয়ের বিষয়টি সামনের মাসগুলিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। থমাস-গ্রিনফিল্ড মঙ্গলবার সেই ক্রসিংটিকে উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে। তিনি মানবিক সহায়তার জন্য সিরিয়ায় সম্প্রসারিত প্রবেশাধিকারেরও আহ্বান জানিয়েছেন। এলএবাংলাটাইমস/এমডব্লিউ