আন্তর্জাতিক

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কের আবাসিক এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

বেশকয়েকটি ভিডিও ফুটেজের বরাত দিয়ে বিবিসি প্রতিবেদনে জানায়, যুদ্ধ বিমানটি প্রশিক্ষণরত অবস্থায় ছিল এসময় বিমানটিতে আগুন ধরে এবং এই আগুন থেকে ইয়েস্কের টাওয়ারে আগুন লাগে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এসইউ-৩৪ যুদ্ধ বিমানটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে আগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে পাইলটরা অক্ষত অবস্থায় রয়েছেন। ঘটনাস্থলে তাৎক্ষণিক ভাবে অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট পৌঁছায়।  

এদিকে আরেকটি বিবৃতিতে বলা হয়েছে, "বিমান থেকে নেমে আসা পাইলটদের একটি তথ্য অনুযায়ী, টেক অফের সময় বিমানের ইঞ্জিনে আগুন লাগে। সেখান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত।