চীনের বিলিয়নিয়ার বা
শতকোটি ডলারের মালিকদের সংখ্যা ছাড়িয়ে
গেছে যুক্তরাষ্ট্রকেও। গত এক বছরে
প্রায় ২৪২ জন চীনা নাগরিক শতকোটি ডলারের
মালিক হয়েছেন। এর ফলে দেশটিতে এখন
মোট বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ালো ৫৯৬। আর
যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ার রয়েছেন ৫৩৭ জন। এ
খবর দিয়েছে সিএনএন। হুরুন রিপোর্ট নামে
একটি প্রতিষ্ঠান বিলিয়নিয়ারদের সম্পদের হিসাব
রাখে। সংস্থাটির চেয়ারম্যান রুপার্ট হুগেওয়ের্ফ
বলেন, অর্থনীতি মন্থরগতি চললেও
চীনের সম্পদশালীরা একে হার
মানিয়েছেন। এটি তাদের জন্য সর্বকালের
সেরা বছর। এক বছরে এর আগে কোনো
দেশের বিলিয়নিয়াররাই এত সম্পদ অর্জন
করতে পারেননি! চীনের ধনীদের
শীর্ষস্থান ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার
প্রতিষ্ঠাতা জ্যাক মা’র কাছ থেকে পুনরায় দখলে
নিয়েছেন দালিয়ান ওয়ান্দা কোম্পানির ওয়াং
জিয়ানলিন।চীনের অন্যতম শীর্ষ রিয়েল
স্টেট ডেভেলপার ওয়াং-এর বর্তমান সম্পদের
মূল্য ৩৪ দশমিক ৪ বিলিয়ন বা ৩৪৪০ কোটি ডলার।
গত বছরের চেয়ে তার সম্পদ বেড়েছে
অর্ধেকের বেশি, অর্থাৎ ৫২ শতাংশ। মূলত,
নিজের সিনেমা চেইন ব্যবসা সাংহাইয়ে
সম্প্রসারণ করার পরই হু হু করে ব্যবসা বাড়তে
থাকে ওয়াং-এর। নিজের সম্পদ তিনি বহু খাতে
ব্যয় করছেন। সম্প্রতি ওয়ার্ল্ড ট্রায়ালথন
কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান ক্রয়
করেন তিনি। তবে সম্প্রতি তার সম্পদের
পরিমাণ ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে
আলিবাবা’র শেয়ারের দামও কমেছে।চীনের
বিলিয়নিয়ারদের সংখ্যা বাড়লেও হুগেওয়ের্ফ
বলেন, চীনের বিলিয়নিয়াররা কর্তৃপক্ষের
নজরের বাইরে থাকতে নিজের সম্পদ নিয়ে
কিছুটা লুকোচুরি করেন। এমনকি তার নিজের
প্রতিষ্ঠান হুরুন চীনের মাত্র ৫০ শতাংশ
বিলিয়নিয়ারকে চিহ্নিত করতে পেরেছে।
প্রকৃত বিলিয়নিয়ারের সংখ্যা আরও বেশি। এছাড়া
চীনের ১৫ শতাংশ সম্পদের প্রকৃত মালিকানা
লুকিয়ে রাখা হয়েছে।
শতকোটি ডলারের মালিকদের সংখ্যা ছাড়িয়ে
গেছে যুক্তরাষ্ট্রকেও। গত এক বছরে
প্রায় ২৪২ জন চীনা নাগরিক শতকোটি ডলারের
মালিক হয়েছেন। এর ফলে দেশটিতে এখন
মোট বিলিয়নিয়ারের সংখ্যা দাঁড়ালো ৫৯৬। আর
যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ার রয়েছেন ৫৩৭ জন। এ
খবর দিয়েছে সিএনএন। হুরুন রিপোর্ট নামে
একটি প্রতিষ্ঠান বিলিয়নিয়ারদের সম্পদের হিসাব
রাখে। সংস্থাটির চেয়ারম্যান রুপার্ট হুগেওয়ের্ফ
বলেন, অর্থনীতি মন্থরগতি চললেও
চীনের সম্পদশালীরা একে হার
মানিয়েছেন। এটি তাদের জন্য সর্বকালের
সেরা বছর। এক বছরে এর আগে কোনো
দেশের বিলিয়নিয়াররাই এত সম্পদ অর্জন
করতে পারেননি! চীনের ধনীদের
শীর্ষস্থান ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার
প্রতিষ্ঠাতা জ্যাক মা’র কাছ থেকে পুনরায় দখলে
নিয়েছেন দালিয়ান ওয়ান্দা কোম্পানির ওয়াং
জিয়ানলিন।চীনের অন্যতম শীর্ষ রিয়েল
স্টেট ডেভেলপার ওয়াং-এর বর্তমান সম্পদের
মূল্য ৩৪ দশমিক ৪ বিলিয়ন বা ৩৪৪০ কোটি ডলার।
গত বছরের চেয়ে তার সম্পদ বেড়েছে
অর্ধেকের বেশি, অর্থাৎ ৫২ শতাংশ। মূলত,
নিজের সিনেমা চেইন ব্যবসা সাংহাইয়ে
সম্প্রসারণ করার পরই হু হু করে ব্যবসা বাড়তে
থাকে ওয়াং-এর। নিজের সম্পদ তিনি বহু খাতে
ব্যয় করছেন। সম্প্রতি ওয়ার্ল্ড ট্রায়ালথন
কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান ক্রয়
করেন তিনি। তবে সম্প্রতি তার সম্পদের
পরিমাণ ৩ শতাংশ হ্রাস পেয়েছে। অপরদিকে
আলিবাবা’র শেয়ারের দামও কমেছে।চীনের
বিলিয়নিয়ারদের সংখ্যা বাড়লেও হুগেওয়ের্ফ
বলেন, চীনের বিলিয়নিয়াররা কর্তৃপক্ষের
নজরের বাইরে থাকতে নিজের সম্পদ নিয়ে
কিছুটা লুকোচুরি করেন। এমনকি তার নিজের
প্রতিষ্ঠান হুরুন চীনের মাত্র ৫০ শতাংশ
বিলিয়নিয়ারকে চিহ্নিত করতে পেরেছে।
প্রকৃত বিলিয়নিয়ারের সংখ্যা আরও বেশি। এছাড়া
চীনের ১৫ শতাংশ সম্পদের প্রকৃত মালিকানা
লুকিয়ে রাখা হয়েছে।