দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, উত্তর কোরিয়া আজ রোববার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পিয়ংইয়ং তার নতুন অস্ত্র ব্যবস্থার জন্য কঠিন জ্বালানির মোটর নিয়ে সফল পরীক্ষা চালানোর ঘোষণা দেওয়ার কয়েক দিনের মাথায় ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলো। খবর এএফপির।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ কর্তৃপক্ষ বলেছে, তারা উত্তর পিয়ংগান প্রদেশের তংচাং-রি এলাকা থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বেলা ১১টা ১৩ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিটের মধ্যে জাপান সাগরে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে।
দক্ষিণ কোরিয়া জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে আরও বলা হয়, তাদের দেশের সেনাবাহিনী নজরদারি এবং সতর্ক পাহারা জোরদার করেছে। তারা যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে এবং সম্পূর্ণ অবস্থায় আছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৫৫০ কিলোমিটার উঁচু দিয়ে প্রায় ৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। দেশটির জ্যেষ্ঠ সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো বলেছেন, ‘এ ধরনের কর্মকাণ্ড আমাদের দেশের, এ অঞ্চলের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। এটা একেবারেই অগ্রহণযোগ্য।’
চলতি বছর কোরীয় উপত্যকায় সামরিক উত্তেজনা বাড়তে দেখা গেছে। পিয়ংইয়ং নজিরবিহীনভাবে বেশ কিছু ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ উত্তেজনা তৈরি হয়েছে। গত মাসে উত্তর কোরিয়া তাদের এযাবৎকালের সবচেয়ে অত্যাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস