আন্তর্জাতিক

ভারতের ১৭ ওষুধ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেপাল-গাম্বিয়ার

ওষুধ উৎপাদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নিয়মনীতির তোয়াক্কা না করার অভিযোগে ভারতীয় বেশ কয়েকটি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দুই দেশ। এর মধ্যে ১৬টি প্রতিষ্ঠানের তৈরি কোনো ওষুধ রপ্তানি নিষিদ্ধ করেছে পার্শ্ববর্তী দেশ নেপাল। আর গাম্বিয়ায় কাশির সিরাপ খেয়ে অন্তত ৭০ শিশুর মৃত্যুর ঘটনায় দেশটির মেডেন ফার্মাসিউটিক্যালস নিষিদ্ধ ও কোম্পানিটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে দেশটির সংসদীয় কমিটি। খবর ইন্ডিপেন্ডেন্ট ও কাঠমান্ডু পোস্টের। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ মঙ্গলবার ১৬টি প্রতিষ্ঠানের ওষুধের ওপর নিষেধাজ্ঞা দেয়। তালিকায় দেশটির যোগগুরু রাম দেবের দিব্যা ফার্মেসিরও নাম রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তা সন্তোষ কেসি জানান, এ প্রতিষ্ঠানগুলো নেপালে ওষুধ রপ্তানির জন্য আবেদন করেছিল। এরপর তাদের কারখানা পরিদর্শন করা হয়। পর্যবেক্ষণে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো নীতিমালা যথাযথভাবে মানছে না। এদিকে, গত অক্টোবরে ভারতীয় কোম্পানি মেডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি কাশির সিরাপ পানে ৭০ শিশুর মৃত্যুর ঘটনায় দেশটির সংসদীয় কমিটি সুপারিশে বলেছে, ভেজাল ওষুধ রপ্তানির দায়ে অবশ্যই কোম্পানিকে জবাবদিহি করতে হবে। এর আগে ডব্লিউএইচও অক্টোবরে সতর্কতা জারি করে জানায়, ওই সিরাপ পানেই শিশুদের মৃত্যু হয়। অবশ্য, সম্প্রতি ভারতীয় কর্তৃপক্ষ বলেছে, সরকারিভাবে পর্যবেক্ষণে দেখা গেছে ওই সব সিরাপে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি। এর পরও অধিকতর পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় দেশটি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস