আন্তর্জাতিক

২০২০ সালে কোনো কর দেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের একটি কমিটি দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কয়েক বছরের আয়কর রিটার্ন প্রকাশ করেছে। স্থানীয় সময় মঙ্গলবার প্রকাশিত ওই রিটার্নের তথ্য অনুযায়ী, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম তিন বছর ১১ লাখ ডলার আয়কর দিয়েছেন। তবে ২০২০ সালে তিনি কোনো করই দেননি। খবর দ্য নিউইয়র্ক টাইমসের। এদিন আয়কর রিটার্নের তথ্য প্রকাশ্যে আনতে মার্কিন প্রতিনিধি পরিষদের করসংক্রান্ত দ্য ওয়েজ অ্যান্ড মিনস কমিটি গত মঙ্গলবার রুদ্ধদ্বার কক্ষে এ ভোটাভুটি করে। এতে ২৪-১৬ ভোটে রিটার্ন প্রকাশ্যে আনতে সম্মত হয় কমিটি। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে জয়ী হওয়ায় জানুয়ারিতেই প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে যাবে। তারা এ ভোটের সমালোচনা করে এটাকে 'বিভাজন' বলে মন্তব্য করেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন টেপাস থেকে নির্বাচিত রিপাবলিকান দলের প্রতিনিধি কেবিন ব্র্যাডি। এ ভোটের কারণে কংগ্রেসে পাল্টাপাল্টি নানা পদক্ষেপ আসতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। আয়করের রিটার্ন সামনে আসায় অধিকতর তদন্তের মুখে পড়বেন ট্রাম্প। বিতর্কিত এ রিপাবলিকান আগামী ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ইচ্ছাও প্রকাশ করেছেন। অবশ্য তাঁর নিজ দলের ভেতরেই এ সিদ্ধান্তের বিরোধিতাকারী আছেন। এর আগে ২০২০ সালে গোপনে দ্য নিউইয়র্ক টাইমসের হাতে আসে ট্রাম্পের আয়কর রিটার্নের একটি কপি। তখন ১৮ বছরের তথ্য তুলে ধরে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করে দৈনিকটি। এতে দেখা যায়, ট্রাম্প ওই সময়ের মধ্যে ১০ বছরই আয়কর দেননি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস