আন্তর্জাতিক

সামাজিক ব্যবসায় ভারতীয় তরুণদের উদ্বুদ্ধ করলেন ড. ইউনূস

সামাজিক ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চেয়েছেন ভারতীয় তরুণরা। সোমবার ভারতের শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভারতের মুুম্বাইয়ে একটি দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠান হয়। এসময় সেদেশের তরুণরা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ চান।

টাটার বিভিন্ন কোম্পানি, বোস্টন কনসাল্টিং গ্রুপ, মাহিন্দ্র, ইয়েস ব্যাংক, জে পি মরগান ও গুগলের মতো নেতৃস্থানীয় কোম্পানিগুলো একটি অ্যাকশন ফোরাম গঠনের উদ্দেশ্যে এই সেশনে যোগদান করে। এই অ্যাকশন ফোরামটি ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে একটি অ্যাকশন প্ল্যান তৈরি ও বাস্তবায়ন করবে। করপোরেট প্রতিষ্ঠানগুলির স্ব-স্ব সামাজিক ব্যবসা উদ্যোগের মাধ্যমে এই অ্যাকশন প্ল্যান ভারতে করপোরেট সামাজিক দায়িত্বের একটি নতুন যুগ সূচনা করবে বলে ফোরামে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো আশা করছে।

অংশগ্রহণকারীরা ভারতে সামাজিক ব্যবসা সম্প্রসারণে প্রফেসর ইউনূসের মূল্যবান অভিজ্ঞতা কাজে লাগাতে উদগ্রীব। টেকসই উপায়ে বিভিন্ন সামাজিক সমস্যার সমাধান করতে ভারতের নেতৃস্থানীয় করপোরেট প্রতিষ্ঠানগুলো কর্তৃক তাদের বাধ্যতামূলক সিএসআর ফান্ড ব্যবহার করে সামাজিক ব্যবসা সৃষ্টির অভিপ্রায়কে প্রফেসর ইউনূস অভিনন্দন জানান।

সমাজ কল্যাণ, দারিদ্র বিমোচন ও মহিলা বিষয়ক মন্ত্রী মিসেস পঙ্কজা মুন্ডে সম্মেলনে অংশগ্রহণ করেন।

তিনি প্রফেসর ইউনূসকে বলেন, প্রফেসর ইউনূস কর্তৃক সৃষ্ট বিভিন্ন সামাজিক ব্যবসা পরিদর্শনের উদ্দেশ্যে তিনি বাংলাদেশে আসবেন।

প্রফেসর ইউনূস মুম্বাইতে পৌঁছালে দারিদ্র বিমোচন বিষয়ক প্রতিমন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান। এছাড়া তাঁর মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনার জন্য প্রফেসর ইউনূস ও তাঁর মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের আয়োজন করেন। বৈঠকের পর মন্ত্রী প্রফেসর ইউনূসের সম্মানে একটি নৈশ ভোজেরও আয়োজন করেন।

এর পূর্বে ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০১৬ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস কর্ণাটকের হুবলীতে “দেশপান্ডে ফাউন্ডেশন” আয়োজিত বার্ষিক “উন্নয়ন সংলাপ”-এ অংশগ্রহণ করেন। দেশপান্ডে ফাউন্ডেশনের আমন্ত্রণে অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে প্রফেসর ইউনূস ৫০০০-এর অধিক অংশগ্রহণকারীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

প্রফেসর ইউনূস দেশপান্ডে ফাউন্ডেশন ও ইনফোসিসের প্রতিষ্ঠাতা দেশ দেশপান্ডে, ইনফোসিস’র সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি, প্রদেয়া সিস্টেম্স-এর সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারপরসন ও প্রধান নির্বাহী ইরানিয়ান নভোচারী ড. অনুশেষ আনসারী এবং সাংবাদিক শেখর গুপ্তের মতো ভারতের বিশিষ্ট উদ্যোক্তাদের সঙ্গে এক অনুষ্ঠানে মিলিত হন। “ইভনিং উইথ লিজেন্ড্স” নামে অভিহিত এই সেশনে নেতৃস্থানীয় সামাজিক উদ্যোক্তারা অভ্যাগতদের নিকট তাঁদের অভিজ্ঞতা ও কাহিনী বর্ণনা করেন এবং নবীনদেরকে তাদের নিজ নিজ স্বপ্ন বাস্তবায়িত করতে ও একটি বাসযোগ্য নতুন পৃথিবী নির্মাণে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করেন।