যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রকে ফের পাল্টা হুঁশিয়ারি বার্তা দিলো ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। ইরান সমর্থিত এ গোষ্ঠী বলেছে, তারা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আরও হামলার পরিকল্পনা করেছে। আজ বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার হুথি গোষ্ঠী এক বিবৃতিতে বলেছে, ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশগ্রহণকারী মার্কিন ও ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো হামলার লক্ষ্যবস্তু। হুথির এমন বিবৃতির পর অঞ্চলটিতে আরও উত্তেজনা বাড়লো। সেইসঙ্গে বিশ্ব বাণিজ্যেও এতে উদ্বিগ্ন বৃদ্ধি পেলো।
ইয়েমেনের সবচেয়ে জনবহুল অংশগুলোই হুথির দখলে। গত ১৯ নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। গোষ্ঠীটি বলেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের জবাবে এসব হামলা চালাচ্ছে।
হুথিদের এমন হামলা ঠেকাতে ইয়েমেনে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে সর্বশেষ হুথি গোষ্ঠী নতুন করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিরুদ্ধে এই হুঁশিয়ারি বার্তা দিলো।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আহত ৬২ হাজারের বেশি। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০। আহত তিন হাজারের বেশি।
গাজায় ইসরায়েলের হামলার পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলার পরিমাণও বেড়েছে। সেইসঙ্গে লোহিত সাগরে ইসরায়েলমুখী জাহাজেও হামলা হচ্ছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস