আন্তর্জাতিক

ইসরায়েলকে 'পাত্তাই' দিলো না প্রেসিডেন্ট সিলভা

ইসরায়েলকে আবার একহাত নিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। তিনি আবার বলেছেন, ইসরায়েলি সরকার গাজায় যা করছে তা যুদ্ধ নয়, গণহত্যা। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   লুলা এক পাবলিক ইভেন্টে বলেছেন, গাজায় নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তিনি তার এসব মন্তব্য পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এর আগে গাজায় ইসরায়েলের যুদ্ধকে হলোকাস্টের সঙ্গে তুলনা করেন লুলা। লুলার এমন মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। গত সপ্তাহে এ নিয়ে নেতানিয়াহু বলেছেন, ব্রাজিলের প্রসিডেন্ট 'চূড়ান্ত সীমা অতিক্রম করেছেন'। তার এই মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা না চাওয়া পর্যন্ত ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রী ব্রাজিলের প্রেসিডেন্টকে ইসরায়েলে অবাঞ্ছিত ঘোষণা করেন। তবে ইসরায়েলের এমন প্রতিক্রিয়ার পরেও তেমন কোনো পাত্তাই দিলেন না লুলা। তিনি আরও বলেন, “আমি মিথ্যার সাথে আপোস করি না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস