লন্ডনে ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে নির্ধারিত উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা শেষ মুহূর্তে কর্মকর্তা স্তরের আলোচনায় সীমিত করা হয়। আলোচনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অনুপস্থিতি এবং রাশিয়া-মার্কিন গোপন আলোচনার ফাঁস হওয়া তথ্যকে কেন্দ্র করে ইউরোপে রাজনৈতিক অস্থিরতা বাড়ে।
এইদিকে ইউক্রেনের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় মারহানেতস শহরে একটি বাসে রাশিয়ার ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৯ জন।
ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি নিশ্চিত করেছেন, মার্কো রুবিওর সঙ্গে তাঁর আলোচনার পর মূল বৈঠকটি বাতিল করে নিম্ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। যদিও ইউক্রেন বৈঠকে অংশ নেওয়ার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রেই ইয়ারমাক, পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহা ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছিল।
দ্য গার্ডিয়ান, ফিন্যান্সিয়াল টাইমসসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যে বলা হয়, রাশিয়া ইউক্রেনের কিছু এলাকা ছেড়ে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে ২০১৪ সালে দখল করা ক্রিমিয়া অঞ্চলের স্বীকৃতি দাবি করেছে। মস্কোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বর্তমান ফ্রন্টলাইনের ভিত্তিতে যুদ্ধ স্থগিত করতে আগ্রহ দেখিয়েছেন।
চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। গত বুধবার দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের মারহানেতস শহরে একটি শ্রমিকবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছেন। এ ছাড়া দ্বিতীয় দিনের মতো খারকিভ শহরেও রুশ ড্রোন হামলা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের তারাসিভকা গ্রাম দখল করেছে।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস