আন্তর্জাতিক

আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা নিষিদ্ধ

জুয়ার উৎস হওয়ার কথা উল্লেখ করে পুরো আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ ঘোষণা করেন তালেবান সরকার। এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।  ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি এএফপিকে জানান, 'শরীয়তে দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়। দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।'
তিনি বলেন, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করেনি। এইদিকে কাবুলের একটি ক্যাফেতে সাম্প্রতিক বছরগুলোতে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেই ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা দাবার মাধ্যমে কোনো জুয়া খেলার কথা অস্বীকার করেছেন। তিনি উল্লেখ করেছেন অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও দাবা খেলা হয়।
এলএবাংলাটাইমস/আইটিএলএস