মানবাধিকার গোষ্ঠী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে 'অবাঞ্ছিত সংস্থা' ঘোষণা করেছে রাশিয়া। মস্কো অভিযোগ তুলেছে, সংস্থাটি রুশোফোবিক কার্যকলাপ ও ইউক্রেনের পক্ষে ওকালতি করছে।
রয়টার্সের মতে, ১৯৬১ সালে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিশ্বজুড়ে মানবাধিকারের জন্য প্রচারণা চালায়।
রাশিয়ার প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডের লন্ডন অফিস 'বিশ্বব্যাপী রুশোফোবিক প্রকল্পের প্রস্তুতির কেন্দ্র' ছিল এবং এটি ইউক্রেনের পক্ষে ওকালতি করছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলে সামরিক সংঘাত তীব্র করার জন্য সংস্থাটি যথাসাধ্য চেষ্টা করছে। তারা ইউক্রেনীয় নব্য-নাৎসিদের অপরাধকে ন্যায্যতা দেয়, তাদের তহবিল বৃদ্ধির আহ্বান জানায় এবং আমাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতার ওপর জোর দেয়।
রাশিয়ায় পূর্বে 'অবাঞ্ছিত' হিসেবে নিষিদ্ধ সংস্থাগুলোর মধ্যে রয়েছে মার্কিন সরকার-অর্থায়িত সম্প্রচারক 'RFE/RL' এবং পরিবেশ সংস্থা 'গ্রিনপিস'।
এলএবাংলাটাইমস/আইটিএলএস
এলএবাংলাটাইমস/আইটিএলএস