আন্তর্জাতিক

বিশ্ব বাণিজ্যে ট্রাম্পের নতুন পদক্ষেপ: কমছে স্বর্ণের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন। এর পরেই বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় প্রভাব পড়তে শুরু করেছে। আজ সোমবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১১ দশমিক শূন্য ৯ ডলারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২০ দশমিক ৩০ ডলারে। গতকাল রোববার ট্রাম্প জানায়, যুক্তরাষ্ট্র শিগগিরই বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে যাচ্ছে। আগামী ৯ জুলাইয়ের মধ্যে দেশগুলোকে নতুন উচ্চহারে শুল্ক কার্যকরের বিষয়ে অবহিত করা হবে এবং ১ আগস্ট থেকে শুল্ক কার্যকর হবে। এর মধ্যে কিছু দেশের জন্য নতুন শুল্ক কার্যকর করার সময়সীমা তিন সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলেন, এই স্বল্পমেয়াদি শুল্ক ছাড়ের ঘোষণাই স্বর্ণের দামের ওপর প্রভাব ফেলেছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের দিকে ঝুঁকছেন, ফলে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের চাহিদা কমেছে। বিশ্ববাজারে রুপার দামও দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ ডলারে। প্লাটিনামের দাম ২ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৫৮ দশমিক ৬২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১১৩ দশমিক ২৩ ডলারে। এইদিকে, ট্রাম্প নতুন করে ঘোষণা দিয়েছেন, যারা ব্রিকস জোটের কথিত ‘অ্যান্টি-আমেরিকান’ নীতিকে সমর্থন করবে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে তিনি এই ‘অ্যান্টি-আমেরিকান’ নীতির ব্যাখ্যা দেননি। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই বাণিজ্য উত্তেজনা ও নতুন শুল্কের কারণে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে, যার প্রভাব পড়বে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর পরিকল্পনার ওপরও। বর্তমানে বিনিয়োগকারীরা বছরের মধ্যে মাত্র দুটি সুদের হার কমানোর প্রত্যাশা করছে। গত সপ্তাহেই ট্রাম্প বড় আকারের করছাড় ও সরকারি ব্যয় বৃদ্ধির বিল আইনে পরিণত করেছেন, যা আগামী এক দশকে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ৩ ট্রিলিয়ন ডলারের বেশি বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস