আন্তর্জাতিক

অনির্ধারিত সৌদি সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট

আগাম ঘোষণা ছাড়াই সৌদি আরব সফরে গিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। লেবানন ও সৌদির মধ্যে সংকট ঘনীভূত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার রিয়াদে দুই ঘন্টার এই অনির্ধারিত সফরে যান তিনি।

লেবাননের সাথে ফ্রান্সের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল লেবানন ।

গত সপ্তাহে রিয়াদে অবস্থানকালে লেবাননের প্রধানমন্ত্রী সা'দ হারিরি পদত্যাগের ঘোষণা দেন। তিনি এর জন্য ইরান ও লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেন। তার দাবি, তেহরান ও হিজবুল্লাহ’র কারণে তার প্রাণনাশের ঝুঁকি দেখা দিয়েছে।

তবে ইরানপন্থী হিজবুল্লাহ বলেছে, সৌদি আরবের চাপের মুখেই হারিরি পদত্যাগ করেছেন। হারিরির বর্তমান অবস্থা নিয়েও অনিশ্চয়তা বিরাজ করছে। তাকে রিয়াদে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ।

রিয়াদ যাওয়ার আগে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, লেবাননের সব কর্মকর্তার স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। এর মানে হচ্ছে, ‘যারা কোনো নেতার জীবনের প্রতি হুমকি দেয়, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি