লাইফ স্টাইল

শীতে পায়ের যত্নে ভ্যাসলিন


শীতকালে সবারই কম বেশি ভুগতে হয় পা ফাটার সমস্যায়। বর্তমানে প্রায় সব বয়সের নারী-পুরুষদের মাঝে এই সমস্যাটি লক্ষণীয়। তবে খুব সহজেই এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

এখনও পর্যন্ত ঠোঁটের যত্নে প্রায় সকলের কাছেই ভ্যাসলিন-ই একমাত্র ভরসার জায়গা। কিন্তু ঠোঁট ফাটা রোধের পাশাপাশি ভ্যাসলিনের আরো নানাবিধ কার্যকরী ব্যাবহার রয়েছে, তা এখনও অনেকেরই অজানা।

পা ফাটা রোধে ভ্যাসলিনের জাদুকরী ভূমিকা রয়েছে। ভ্যাসলিন রুক্ষ ত্বককে সতেজ করতে সহায়তা করে। কিন্তু এর ব্যবহার অবশ্যই নিয়ম মতোই করতে হবে। তবেই এই পা ফাটার মতো তীব্র যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে।

জেনে নিই কিভাবে ব্যবহার করতে হবে

প্রতিদিন শোয়ার আগে কুসুম গরম পানি দিয়ে পা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। তারপর ফাটা স্থানগুলোতে ভ্যাসলিন লাগিয়ে দিতে হবে; অতঃপর সম্পূর্ণ পায়েই ম্যাসেজ করতে হবে। তবে মনে রাখতে হবে ভালো ফলাফলের জন্য অবশ্যই ভ্যাসলিন লাগানোর পরে পায়ে আর ধুলো-ময়লা লাগতে দেওয়া যাবে না।

এভাবে অন্তত একমাস যাবত নিয়ম মতো যত্ন নিলেই পা ফাটার ক্ষত ও তার ব্যথা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব।

শুধু ভ্যাসলিনই নয় বরং যেকোনো ধরনের পেট্রলিয়াম জেলিই ব্যাপক কার্যকর।