লাইফ স্টাইল

মুখের ত্বকে ভাঁজ পড়লে কী করবেন

শারীরিক সৌন্দর্য ধরে রাখতে শরীরের প্রতিটি অংশের যত্নের প্রয়োজন। ত্বকের তো আরো বেশি। কিন্তু অযত্ন, অবহেলায় কারো কারো মুখের ত্বক কুঁচকে যায়, হয়ে পড়ে নিষ্প্রাণ। এমন ঘটনা আজকাল ৩০ থেকে ৩৫- এর কোটার অনেক নারীরই হচ্ছে।

৩০- এর পর পরই অনেক মেয়ের ঠোঁটের পাশে দাগ, কপালের চামড়ায় ভাঁজ পড়ে যাচ্ছে। এতে করে বয়সের থেকেও বেশি বয়স্ক দেখাচ্ছে। এটা বিভিন্ন কারণে হতে পারে। এর অন্যতম কারণ হলো, ত্বকের ভুল যত্ন। অল্প বয়সে ত্বকে ভাঁজ পড়ার এমন বেশ কিছু কারণ আছে, যা হয়তো চিন্তাও করেননি। চলুন জেনে নেওয়া যাক সেগুলো কী কী-


ভুল মেকআপ:

সৌন্দর্য সচেতন নারীরা মেকআপ করতে পছন্দ করেন। কিন্তু সে মেকআপটা ঠিকঠাক করতে পারেন না অনেকেই। কেউ কেউ চোখ প্রায় কপালে তুলে কাজল পড়েন, মাসকারা বা আইলাইনার লাগানোর অভ্যাসও আছে অনেকের। এর ক্ষতিকর প্রভাবে কপালের চামড়া কুঁচকে যায় বহু ক্ষেত্রে। মেকআপ তোলার সময়েও অনেকে এমন কাজটা করে থাকেন। এমনটা নিয়মিত চলতে থাকলে ভাঁজ তো কপালে পড়বেই। তাই মেকআপ করা ও মেকআপ তোলার সঠিক পদ্ধতি জানতে হবে। ভুল মেকআপ করা থেকে বিরত থাকুন।

রোদ থেকে সাবধান:

রোদ যে ত্বকের ক্ষতি করে সে কথা সবারই কমবেশি জানা। অনেকেই আছেন রোদে বের হলে সহজে তাকাতে পারেন না। চোখ বন্ধ হয়ে আসে কিংবা বেশি আলোয় তাকালেই চোখ পিটপিট করেন, তারা অবশ্যই সানগ্লাস ব্যবহার করবেন। মুখের ত্বক কুঁচকে যাওয়া এটাও একটা কারণ। গবেষণায় দেখা গেছে এমন অনেক নারীরই হয়। চোখ বেশি আলো সহ্য করতে পারে না। এর নিয়মিত প্রভাবে মুখের ত্বকে ভাঁজ পড়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়।

বদঅভ্যাস বদলে ফেলুন:

ব্যক্তিগত কিছু বদঅভ্যাসের কারণেও মুখের ত্বকে অনাকাঙ্খিত ভাঁজ পড়ে। কেউ কেউ যেকোনো ছোটখাটো কথায় ইচ্ছাকৃত ভাবে নানা রকম মুখভঙ্গি করে থাকেন বা ভ্রু কুঁচকে যায় কথায় কথায় অথবা নাক-মুখ কুঁচকে হাসার অভ্যাস-এসব এক সময় বদঅভ্যাসে পরিণত হয়ে যায়। যার কারণে ভাঁজ পড়ে চামড়ায়। বিশেষ করে কপালে এবং মুখের চারপাশে দাগ পড়ে যেতে পারে খুব কম বয়সে।   এলএবাংলাটাইমস/এলআরটি/এলএস

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]