লাইফ স্টাইল

সন্তানের কথায় কথায় মিথ্যা বলা সামলাবেন যেভাবে

শিশুরা নানা কারণে মিথ্যা কথা বলে। অনেক সময় কোনো পরিণতি এড়াতে তাদের মনে যা আসে তাই বলে দেয়। সেটা সত্যি নাও হতে পারে। আবার শিশুরা হঠাৎ করে মিথ্যা বলা শুরু করতে পারে। এটা তাদের বাবা-মায়ের জন্যও বিব্রতকর। সেক্ষেত্রে আপনার সন্তান কেন মিথ্যা বলছে এটা জানার পাশাপাশি তার মধ্যে সত্য কথা বলার অভ্যাস তৈরিও জরুরি। তা না হলে ভবিষ্যতে এই বদভ্যাস সন্তানের জীবনে বড়সড় সমস্যা ডেকে আনবে। বিশেষজ্ঞদের কথায়, অনেক অভিভাবকই প্রথমদিকে সন্তান মিথ্যা বললেও সেই দিকে তেমন একটা আমল দেন না। বিষয়টিকে অবহেলা করেন। তাদের এ ধরনের আচরণের কারণ শিশুর মধ্যে বড়সড় সমস্যার বীজ রোপন হয়। ধীরে ধীরে সন্তানের সাহস আরও বাড়তে থাকে। তারা ছোটোখাটো বিষয়েও মিথ্যে বলতে শুরু করে দেয়। এ কারণে প্রথম থেকেই শিশুর এই অভ্যাস পরিবর্তন জরুরি। শিশুর মিথ্যা বলার প্রবণতা কমাতে বাবা-মায়েরা কয়েকটি কৌশল অনুসরণ করতে পারেন। নীতি শিক্ষার বিকল্প নেই​: ছোটদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব বাবা-মায়েরই। এ কারণে একদম ছোট বয়স থেকেই সন্তানকে নীতির পাঠ দিন। নীতিকথার বই কিনে তার হাতে তুলে দিন। এই বই থেকেই সে মানুষের মতো মানুষ হওয়ার পাঠ পাবে। এমনকী তার মিথ্যা বলার প্রবণতাও ধীরে ধীরে কমে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে, শিশুরা নিজের ইচ্ছায় এই ধরনের বই নাও পড়তে পারে। সেক্ষেত্রে আপনাকেই দায়িত্ব নিয়ে তাকে গল্প পড়ে শোনাতে হবে। এতে শিশুর মনে ইতিবাচক প্রভাব পড়বে। নিজেদের বদলে ফেলা জরুরি​: ছোটদের মন অনেকটা আয়নার মতো। তারা যা দেখে, যা শোনে তাই শেখে। তাই ছোটদের সামনে মিথ্যা বলার অভ্যাস আপনাদেরই ছাড়তে হবে। কারণ ভুলে যাবেন না, আপনাদের এই কুঅভ্যাসই তাকে মিথ্যা বলার মতো কাজে সাহস জোগাচ্ছে। তাই সবার আগে নিজেদের আচরণে বদল আনার চেষ্টা করুন। তাহলে সেও এ ধরনের আচরণ থেকে বিরত থাকবে। বুঝিয়ে বলুন:​ সন্তান কথায় কথায় মিথ্যা বললে রাগ হওয়াই স্বাভাবিক। তবে এই পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নেয়া হবে বুদ্ধিমানের কাজ। এক্ষেত্রে চিৎকার না করে তাকে বুঝিয়ে বললেই বেশি লাভ হবে। এখন থেকেই সন্তানকে মিথ্যে বলার খারাপ দিকগুলি সম্পর্কে অবগত করার চেষ্টা করুন। পুরস্কারের কথা বলতে পারেন: ছোটরা পুরষ্কার বা উপহার পেতে খুব ভালোবাসে। মিথ্যা বলা ছাড়তে তার এই প্রবৃত্তিকেই সঠিকভাবে কাজে লাগাতে হবে। এক্ষেত্রে তাকে বলতে পারেন, মিথ্যা না বললে তাকে চকোলেট বা তার পছন্দের কিছু উপহার দেবেন। এই কৌশলে ধীরে ধীরে তার মিথ্যে বলার প্রবণতাও কমে যাবে। বিপদের নাম এডিএইচডি: এডিএইচডি একটি মানসিক সমস্যা। এতে আক্রান্ত শিশু কথায় কথায় মিথ্যা বলে। এমনকী তাদের মেজাজও নিয়ন্ত্রণে থাকে না। তাই শিশুর মধ্যে এই ধরনের কোনও লক্ষণ দেখা দিলে যত শীঘ্রই সম্ভব বিশেষজ্ঞের পরামর্শ নিন। তিনিই আপনাকে এই সমস্যা থেকে বের হওয়ার পথ দেখাবেন।   এলএবাংলাটাইমস/আইটিএলএস