লস এঞ্জেলেস

নিউজিল্যান্ডে হামলার ঘটনায় বাফলার নিন্দা ও শোক, প্রবাসীদের সতর্ক থাকার অনুরোধ

নিউজিল্যান্ডে দুটি মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নেতৃবৃন্দ।

বাফলার পাবলিক রিলেশন সেক্রেটারি আব্দুস সামাদের পাঠানো এক শোক বার্তায় প্রেসিডেন্ট নজরুল আলম ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহিদ আলম মসজিদে গুলিবর্ষণে অনেক লোকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সেই সাথে আজ শুক্রবার লস এঞ্জেলেসের সকল প্রবাসীদের সতর্কতার সাথে মসজিদে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের সময় একাধিক হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেন এই ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিন’ হিসেবে বর্ণনা করেছেন।

হামলার সময় সেন্ট্রাল ক্রাইস্টচার্চের মসজিদ আল-নূরে মুসল্লিদের ভিড় ছিল। ক্রাইস্টচার্চের উপ-শহর লিনউডে দ্বিতীয় আরেকটি মসজিদেও হামলা চালানো হয়েছে।

এখন পর্যন্ত এই হামলায় ৪৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।


এলএবাংলাটাইমস/এলএ/এলআরটি