লস এঞ্জেলেস

২৭ ও ২৮ জুলাই লস এঞ্জেলেসে বর্ণাঢ্য আনন্দমেলা

আগামী ২৭ ও ২৮ জুলাই লস এঞ্জেলেসে অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য এক আয়োজন। কমিউনিটির সুপরিচিত ভার্জিল মিডল স্কুলে (152 N Vermont Ave, Los Angeles, CA 90004) বসছে আনন্দ মেলা। এই আয়োজনে যোগ দিতে বাংলাদেশ থেকে আসছেন বেশ ক’জন তারকা শিল্পী ও অভিনেতা-অভিনেত্রী। ইতোমধ্যে অনেকেই এসে পৌঁছে গেছেন লস এঞ্জেলেসে। জমজমাট এই আয়োজনের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। 
প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মেলাটি। বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব লস এঞ্জেলেসে আয়োজিত মেলাটিতে কোনো প্রবেশ মূল্য নেই। মেলায় থাকবে খাওয়া-দাওয়াসহ আনন্দবিনোদনের নানা আয়োজন। 
মেলা উপভোগ করার জন্য বাংলাদেশি কমিউনিটিকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।