লস এঞ্জেলেস

করোনাভাইরাস: বাফলার প্যারেড স্থগিত

বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে লস এঞ্জেলেসে বাফলা আয়োজিত বাংলাদেশ ডে প্যারেড এন্ড ফোস্টিভ্যাল স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের প্রভাবে গতকাল বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) কার্যালয়ে সি প্লাস মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাফলা নেতৃবৃন্দ জানান, একদিকে সিটি কর্তৃপক্ষ সবধরণের পাবলিক গেদারিং নিষিদ্ধ করেছে অপরদিকে করোনার কারণে বিশ্বব্যাপী একটি আতংক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রেক্ষিতে কমিউনিটর অনেকেই এই অবস্থায় প্যারেড স্থগিতের পরামর্শ দেন তাই মিটিংয়ে প্যারেডে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মিটিংয়ে বাফলার বিভিন্ন স্তরের নেৃতৃন্দ উপস্থিত ছিলেন।


বাফলার প্রেসিডেন্ট শিপার চৌধুরী বলেন, এবারের প্যারেডে বেশ কিছু নতুন উদ্যোগ ছিল। কিন্তু এমন গুরুতর পরিস্থিতে প্যারেডটি স্থগিত করতে হলো। তিনি প্যারেডের সকল স্পন্সর এবং বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

মিটিং শেষে কমিউনিটির বিভিন্ন অসুস্থ ব্যক্তি এবং সম্প্রতি অনেকের স্বজন মৃত্যু বরণ করেছেন তাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, আগামী ২৮ ও ২৯ মার্চ, শনি ও রবিবার বাফলার প্যারেড অনুষ্ঠানের কথা ছিল।