লস এঞ্জেলেস

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ২১; মোট আক্রান্ত ১,২১৬



প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ৯ জন।
প্রাণঘাতী ভাইরাসটিতে লস এঞ্জেলেসে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৪২১ জন। খুব দ্রুত গতিতে বেড়ে চলছে ভাইরাসটিতে সংক্রমণের হার। এই উপাত্ত লস এঞ্জেলেস কাউন্টি ও পাবলিক হেলথের ওয়েবসাইট থেকে নেওয়া।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য কর্মকর্তারা এমন তথ্য নিশ্চিত করেন। কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার বলেন, এর আগে দু’জনের মৃত্যুর খবর কাউন্টির মৃত্যুর তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেইসাথে ফেরার এলএ কাউন্টিতে ভাইরাসে সংক্রমণ হারের এমন তীব্র বর্ধনকে এই অঞ্চলের জন্য একটি কঠিন পরীক্ষা বলে উল্লেখ করেন।
এরআগে, এলএ স্বাস্থ্যবিভাগ ও নগর প্রশাসন জানায়, কাউন্টির কোন একটি বিশেষ এলাকাকে নিরাপদ বা কম ঝুঁকিপূর্ণ মনে করার কোন কারণ নেই। যে কোন সময় যে কোন এলাকা প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই কমিউনিটির সকলকে ঘরে থাকার নির্দেশ দেন। নিরাপদে থাকার পরামর্শ দেন লস এঞ্জেলেস নগর প্রশাসন।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত লস এঞ্জেলেস কাউন্টিতে কোন বাংলাদেশি আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।