লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস পৌছালো নৌ হাসপাতাল ‘মার্সি’


গতকাল শুক্রবার সকালে লস এঞ্জেলেস পৌঁছালো যুক্তরাষ্ট্রের নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি’। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে বাড়তি করোনা রোগীর চাপ সামলাতে নানাবিধ সহায়তা চেয়ে আবেদন পাঠানো হয় যুক্তরাষ্ট্রীয় সরকারের কাছে।  

হাসপাতালগুলোর জন্য এই সকল সহায়তা হিসেবে ১ হাজার বেড, অতিরিক্ত ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে আগমন করে মার্সি। অতি দ্রুত এই সহায়তা লস এঞ্জেলেস কাউন্টির হাসপাতালগুলোর মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। 

সেইসাথে লস এঞ্জেলেসের হাসপাতালগুলোতে ছড়িয়ে থাকা বিভিন্ন রোগীকে চিকিৎসা দিবে পেন্টাগন পরিচালিত এই বিশেষায়িত হাসপাতালে। এমনকি সার্জারি রোগীদেরও এখানে চিকিৎসা দেওয়া হবে। 

তবে এখানে চিকিৎসা মিলবে না শুধু প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত রোগীর। মার্সির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের রোগীর চিকিৎসা সেবা দিতে গিয়ে কাউন্টির হাসপাতালগুলোর অবস্থা এখন বেসামাল। ফলে, হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিতে আসা অন্যান্য রোগীরা এখন বিপাকে পড়বে। আর তাই এই সমস্ত রোগীর চিকিৎসা সেবার কাজ সারা হবে এই বিশেষায়িত নৌ হাসপাতাল মার্সিতে। 

উল্লেখ্য, গত রবিবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ৮টি হাসপাতাল নির্মাণের ঘোষণা দেন। হাসপাতাল নির্মাণের যাবতীয় সরঞ্জামাদি ৪৮ ঘণ্টার মধ্যে ক্যালিফোর্নিয়া পাঠানোর কড়া হুশিয়ারি তিনি। 

সেইসাথে মার্কিন নৌ হাসপাতাল ‘ইউএসএনএস মার্সি খুব দ্রুত লস এঞ্জেলেস কাউন্টিতে পৌছায় এই বিষয়ে নির্দেশনা দেন। পরে রাষ্ট্রপতির নির্বাহী আদেশে হাসপাতালটি খুব দ্রুত পাঠানোর নির্দেশ দেয় পেন্টাগন।    

/এলএ বাংলা টাইমস/