লস এঞ্জেলেস

কভিড-১৯; সংক্রমণ ঠেকাতে সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিলঃ এলএ মেয়র


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে এবার লস এঞ্জেলেস কাউন্টির সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিল লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। মরণব্যাধী করোনাভাইরাসের প্রাদুর্ভাব যাতে খুব দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ‘সামাজিক দূরত্ব’ মেনে চলার নির্দেশ দেয় বিশ্বস্বাস্থ্য সংস্থা ও কাউন্টির স্বাস্থ্যবিভাগ।

একই নির্দেশনার কথা বলা হয়েছে দেশটির কেন্দ্রীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা (সিসিডি) প্রণীত গাইড লাইনেও। আর তাই কাউন্টি কর্তৃপক্ষের জারি করা, নির্বাহী আদেশে এই ‘সামাজিক দূরত্ব’ মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

কিন্তু কিছু কিছু ব্যবসায়ী ‘সামাজিক দুরত্ব’ বজায় রেখে চলার এই নিয়ম মানছেন না। নিষেধাজ্ঞা না মানা এসকল ব্যবসায়ীদের গ্যাস, পানির সংযোগ বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। গত সপ্তাহের এই হুশিয়ারির পর আজকে কাউন্টির সকল ‘ফারমার্স মার্কেট’ বন্ধ করে দিলেন তিনি।

মার্কেট বন্ধের এই ঘোষণায় লস এঞ্জেলেস মেয়র জানান, দোকান মালিকদের ৬ ফিট দূরত্ব বজায় রেখে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা কিভাবে এই নির্দেশনা পালন করবে এ সংক্রান্ত একটি প্রস্তাব আমরা দেখতে চাই। যদি সামাজিক দূরত্ব নির্দেশনা মেনে চলার এই প্রস্তাব মনোপুত হয়। তবেই কেবল এ সমস্ত ব্যবসা চালু করা অনুমতি দেওয়া হবে।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৪৪ জন। আর এখনো পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৭৪ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।   

/এলএ বাংলা টাইমস/