লস এঞ্জেলেস

কভিড-১৯; লস এঞ্জেলেসে প্রথমবারের মতো মারা গেলেন স্বাস্থ্যকর্মী


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) আক্রান্ত হয়ে এবার লস এঞ্জেলেসের এক স্বাস্থ্যকর্মী মারা যান। কাউন্টিতে মরণব্যাধী এই ভাইরাসের সংক্রমণের শুরু থেকেই করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন নিবেদিত প্রাণ এই স্বাস্থ্য কর্মী।

আজ মঙ্গলবার দুপুরে কাউন্টির এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবর নিশ্চিত্ করেন লস এঞ্জেলেস স্বাস্থ্য বিভাগের পরিচালক বারবারা। প্রথমবারের মতো প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে কাউন্টির এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন তিনি। সেইসাথে জানান, হয়তোবা করোনাভাইরাসের চিকিৎসা কাজে নিযুক্ত না হলে তিনি আজকে আমাদের মাঝে বেঁচে থাকতেন। 


লস এঞ্জেলেস কাউন্টি ও স্বাস্থ্যবিভাগ গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এখনো পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত বা মৃত কোন ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি। স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। এমনকি কর্মরত অবস্থায় মারা যাওয়া এই ব্যক্তির নামও প্রকাশ করা হয়নি। 

তথ্য হিসেবে শুধু এইটুকু জানানো হয় যে, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ঐ ব্যক্তির বয়স হয়েছিল ৬০ বৎসর। সেইসাথে তার শরীরে নানাবিধ স্বাস্থ্য জটিলটা ছিল। 

স্বাস্থ্যবিভাগের পক্ষ থেকে মারা যাওয়া ব্যক্তির পরিবার ও পরিচিতজনদের ধৈর্য ধারণ করতে বলেন। 

উল্লেখ্য, কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনা ভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৫৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১১৫ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ২৫ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।   
/এলএ বাংলা টাইমস/