লস এঞ্জেলেস

কভিড-১৯; কন্সট্রাকশন সাইটের জন্য নতুন নির্দেশনা দিলেন এলএ মেয়র


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে লস এঞ্জেলেস কাউন্টির কন্সট্রাকশন সাইটের জন্য এক নতুন নির্দেশনা দিলেন এলএ মেয়র এরিক গারসেট্টি। 


আজ মঙ্গলবার প্রতিদিনকার মতো সাংবাদিকদের মরণব্যাধী করোনাভাইরাস নিয়ে ব্রিফিং এর সময় কন্সট্রাকশন সাইটের জন্য নতুন এই নীতিমালার কথা জানান। 

কাউন্টির দায়িত্বশীল এই মেয়র জানান, অত্যন্ত প্রয়োজনীয় বা দরকারি নির্মাণ কাজে আমরা প্রতিবন্ধকতা তৈরি করব না। অপরিহার্য কন্সট্রাকশন সাইটের কাজ কর্তৃপক্ষ চালিয়ে যেতে পারে। 

কিন্তু সামাজিক দূরত্ব, নতুন করোনাভাইরাসটির কারণে তৈরি হওয়া স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কিভাবে কাজ করা যায়; এই বিষয়ে একটি বিস্তারিত পরিকল্পনা আমাদের কাউন্টি কর্তৃপক্ষকে দেখাতে হবে। অন্যথায় এসমস্ত নির্মাণ কাজ করার অনুমতি মিলবে না।  

তাছাড়া, সিটি কর্তৃপক্ষ নিয়মিত নির্মাণ সাইটগুলো পরিদর্শন করবে। প্রস্তাবে দেওয়া নীতিমালাগুলো ঠিকভাবে মানা হচ্ছে কিনা এই বিষয়গুলো খতিয়ে দেখবে তারা। 

সেইসাথে প্রাণঘাতী করোনাভাইরাসের জন্য বুধবার থেকে চালু হওয়া পোর্টালের সুবিধা লস এঞ্জেলেস কাউন্টির সকল নাগরিকের জন্য অনুমোদন করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনা ভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে এখনো পর্যন্ত মারা যায় ৫৪ জন। প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ১১ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১১৫ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ২৫ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে। 

/এলএ বাংলা টাইমস/