লস এঞ্জেলেস

কভিড-১৯; লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ৭৮; আক্রান্ত ৪ হাজার ৪৫


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ১৩ জন।

প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫৩৪ জন। এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ১৩৯ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৩৭ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।

খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ৯ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ১ জনের মৃতের খবর পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। তাছাড়া, আজ দুপুর ১টায় লস এঞ্জেলেস কাউন্টির স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, মৃতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ৬৫ বৎসরের উপরে। সেইসাথে তাদের নানা স্বাস্থ্য জটিলটা ছিল। আর ১ জনের বয়স ছিল ৪১ থেকে ৬৫ টির মধ্যে।

গতকাল তিনি জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃতের হার এখনো পর্যন্ত ১.৮ শতাংশ। বারবার এই মৃত্যুহারকে দেশটির জাতীয় মৃত্যুহারের চেয়ে কিছুটা বেশি বলে উল্লেখ করেন।

তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৩৩ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ২৪০ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৪ হাজার ৪৫ জন, মৃতের সংখ্যা ৭৮ জন।

অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৬৫০ জন, আর মারা যায় ১৩ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ৪২৯ জন, মৃতের সংখ্যা ১৩ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ২৫৪ জন, মৃতের সংখ্যা ৬। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ১৬০ জন, মোট মারা যায় ৫ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৪৯ জন, মারা ১৫ জন।

আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৪৪ হাজার ৮৭৭ জন। আর মৃতের সংখ্যা ৬ হাজার ৭০ জন।

লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।