লস এঞ্জেলেস

কভিড-১৯; তাপমাত্রা পরীক্ষার পর এবার মাস্ক পড়বে লস এঞ্জেলেস পুলিশ


প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসের) সংক্রমণ ঠেকাতে ও নিজেদের সুরক্ষার কথা ভেবে এবার মাস্ক পড়ার নিয়ম চালু করল লস এঞ্জেলেস পুলিশ বিভাগ। অবশ্য মরণব্যাধী ভাইরাসটির হাত থেকে বাঁচতে সাময়িক সময়ের জন্য এই নিয়ম চালু করা হয়। 


আজ বৃহস্পতিবার এলএ পুলিশ সদস্যদের মাস্ক ব্যবহার করার বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের চীফ মাইকেল মোর। 

সেইসাথে এলএ পুলিশ বিভাগের সদস্যদের প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার নতুন তথ্য প্রকাশ করে পুলিশ প্রধান। তিনি জানান, এখনো পর্যন্ত সবমিলিয়ে মোট ৩৫ জন পুলিশ সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হন। অবশ্য গত সপ্তাহে এই আক্রান্তের সংখ্যা ছিল ২৬ জন। সেই হিসেবে এই সপ্তাহে আক্রান্ত হন মোট ৯ জন। 

লস এঞ্জেলেস পুলিশ সদস্যদের প্রাণঘাতী এই ভাইরাসটির হাত থেকে বাঁচাতে নানা পদক্ষেপ নিচ্ছে পুলিশ বিভাগ। সম্প্রতি পুলিশ বিভাগে চালু করা হয় তাপমাত্রা পরীক্ষা করার ব্যবস্থা। ডিউটি শুরু কিংবা শিফট পরিবর্তনের আগে প্রতিটা পুলিশ সদস্যকে শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে হচ্ছে। 

যদিও এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে লস এঞ্জেলেস পুলিশ বিভাগের কোন সদস্য মারা যায়নি। তবে আজকেই প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারান রিভারসাইড কাউন্টি পুলিশের এক ডেপুটি। তাছাড়া, অন্য একটি কাউন্টিতে প্রাণ হারান পুলিশ বিভাগের এক গোয়েন্দা কর্মকর্তা। 

/এলএ বাংলা টাইমস/