লস এঞ্জেলেস

করোনা টেস্ট করাতে আরও তিনটি কেন্দ্র চালু করল এলএ মেয়র


প্রাণঘাতী করোনাভাইরাসের টেস্ট করাতে আরও তিনটি নতুন পরীক্ষা কেন্দ্র চালু করল লস এঞ্জেলেস মেয়র। আজ শুক্রবার সকালে এই তিনটি কেন্দ্র চালু করা হয়। 

প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্তকরণের জন্য পরীক্ষা কার্যক্রম আরও বিস্তৃত করা হবে গত সপ্তাহে এমন তথ্য জানিয়েছিলেন মেয়র এরিক গারসেট্টি। সেইসাথে আজ সকালেও তিনি এমন পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আরও বাড়বে বলে জানান।  

নতুন এই কেন্দ্র তিনটি হ'ল পোমোনা ফেয়ারপ্লেক্স, সাউথ বে গ্যালারিয়া এবং অ্যান্টেলোপ ভ্যালি মলে। তবে প্রাণঘাতী এই ভাইরাসটির পরীক্ষা কেবল অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে করা হয়। তাই যে কেউ সেখানে গিয়ে পরীক্ষা করাতে চাইলে আপনাকে ফিরে আসতে হবে। 

সেইসাথে নর্থরিজ, লং বিচ, ল্যাঙ্কাস্টার এবং পাসাডেনাতে আরও কিছু কেন্দ্র চালু করার কাজ চলছে। কেন্দ্রগুলো খুব দ্রুত চালু হচ্ছে বলে জানান কাউন্টির এই দায়িত্বশীল মেয়র। অবশ্য ল্যানকাস্টার এবং গ্রেনডেলের কেন্দ্র দুটি ইতোমধ্যে চালু রয়েছে।

এখনো পর্যন্ত কাউন্টির করোনা সনাক্তকরণ পরীক্ষা সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ। যাদের বয়স ৬৫ বা তার বেশি। সেইসাথে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ বা মাঝারি থেকে গুরুতর হাঁপানিসহ নানাবিধ স্বাস্থ্য জটিলতায় রয়েছে তাদের আপাতত এই সুবিধা প্রদান করা হচ্ছে। 

পরীক্ষা করতে আগ্রহী যে কোনও ব্যক্তিকে প্রথমে স্ক্রিনিং ওয়েবসাইটে, coronavirus.lacity.org/testing. নিবন্ধন করতে হবে।


/এলএ বাংলা টাইমস/