লস এঞ্জেলেস

করোনা মোকাবেলায় লস এঞ্জেলেসকে অর্থ সহায়তা দিবে সঙ্গীতশিল্পী পিঙ্ক


পুরো লস এঞ্জেলেস জুড়ে চলছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, এলএ কাউন্টিতে মরণব্যাধী এই ভাইরাসে এখনো পর্যন্ত মারা যায় ১১৭ জন। আর আক্রান্ত হয়েছে ৫ হাজারের বেশি। 


প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে প্রাণপণ যুদ্ধ করে যাচ্ছেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। এবার লস এঞ্জেলেস মেয়রের করোনা মোকাবেলার তহবিলে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দেন সঙ্গীত শিল্পী পিঙ্ক। ৫ লক্ষ ডলার অনুদান দিবেন বলে ঘোষণা দেন গ্র্যামি অ্যাওয়ার্ড প্রাপ্ত এই সঙ্গীত শিল্পী। 

অবশ্য তিনি মোট ১০ লক্ষ ডলার অনুদান দেওয়ার ঘোষণা করেন। বাকি ৫ লক্ষ ডলার অনুদান দিবেন ফিলাডেলফিয়ায় অবস্থিত টেম্পল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইমারজেন্সি ফান্ডে। সেখানে তার মা দীর্ঘদিন ধরে কাজ করছে বলে জানান তিনি। 
সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন ৪০ বৎসর বয়সী এই সঙ্গীত লেখক ও শিল্পী। সেইসাথে ভাইরাসটিতে আক্রান্ত হন টার শিশু ছেলে। বর্তমানে তারা দুইজনেই আইসোলেশনে রয়েছেন। 

করোনাভাইরাসে শনাক্তের পর গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে এমন ঘোষণা দেন এই সঙ্গীত শিল্পী। সেইসাথে ভাইরাসটি নিয়ে কাজ করা সারা বিশ্বের চিকিৎসকদের শ্রদ্ধা জানান তিনি। 

/এলএ বাংলা টাইমস/