লস এঞ্জেলেস

লস এঞ্জেলেস চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করল কর্তৃপক্ষ


এবার প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে লস এঞ্জেলেস চিড়িয়াখানায় নিরাপত্তা ব্যবস্থার জোরদার করল কর্তৃপক্ষ। 


চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এখানে কর্মরত স্টাফ ও প্রাণীদের জন্য এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। নিউইয়র্কে চিড়িয়াখানায় একটি বাঘের শরীরে করোনাভাইরাস শনাক্তের ঘটনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তারা।   

নিউইয়র্কের ব্রংস চিড়িয়াখানায় ‘নাদিয়া’ নামের একটি বাঘের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। চার বছর বয়সী ওই বাঘটির শুকনো কাশি হয়েছে। আশা করা হচ্ছে বাঘটি সেরে উঠবে।

তাছাড়া, চিড়িয়াখানায় নাদিয়া ছাড়াও আরও পাঁচটি বাঘ ও সিংহের মধ্যে শ্বাসযন্ত্রের অসুস্থতা দেখা দিয়েছিল বলে জানিয়েছে ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)। তবে চিড়িয়াখানার অন্য প্রাণীদের মধ্যে এ ধরনের লক্ষণ দেখা যায়নি।

বিষয়টি নিয়ে লস এঞ্জেলেস চিড়িয়াখানার চিফ পশুচিকিত্সক এবং প্রাণীস্বাস্থ্য  পরিচালক ডমিনিক কেলার জানান এক সমস্যার কথা। তিনি বলেন, আমি মনে করি এখানে সবচেয়ে বড় অসুবিধা হল আমরা জানি না প্রাণীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ কেমন হবে। বিষয়টি আমাদের কাছে একেবারেই নতুন।

উল্লেখ্য, এর আগে বিড়ালের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছিল। এরপর প্রথম বাঘের শরীরে ধরা পড়ল সেই ভাইরাস।

/এলএ বাংলা টাইমস/