লস এঞ্জেলেস

এবার করোনা আক্রান্ত হলেন সান ভারনারডিনোর ৫ ফায়ার ফাইটার


প্রাণঘাতী করোনাভাইরাস কাউকেই যেন ছাড়ছে না। মরণব্যাধী এই ভাইরাসটিতে এবার সংক্রমিত হলেন সান ভারনারডিনো কাউন্টির ৩ অগ্নিনির্বাপণ কর্মী (ফায়ার ফাইটার)। 


গতকাল সোমবার সান ভারনারডিনো কাউন্টি অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ এমন তথ্য জানায়। কাউন্টির অগ্নিনির্বাপণের দায়িত্বে থাকা এই সংস্থা জানান, নতুন করে তাদের ৩ জন  ফায়ার ফাইটার প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হন। এর আগে আক্রান্ত হয়েছিলেন ২ জন। 

ফায়ার ফাইটারদের মধ্যে এতো দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়ায় তারা আতঙ্কিত। সেইসাথে শঙ্কাও প্রকাশ করেন। কর্তৃপক্ষ জানায়, আক্রান্ত কর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে।

সেইসাথে তাদের পর্যবেক্ষণও করা হচ্ছে বলে জানান দমকল কর্তৃপক্ষ। সান বার্নার্ডিনো কাউন্টি ফায়ার প্রোটেকশন ডিসট্রিক্ট ও ডাগেট ফায়ার ডিপার্টমেন্টে থাকা কর্মীদের মধ্যে এই নতুন সংক্রমিতদের পাওয়া যায়। 

দমকলকর্মীদের নতুন করে সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয় শনিবার। কাউন্টির ‘অল হ্যাজার্ড রিজিওনাল ইন্সিডেন্ট ম্যানেজমেন্ট টিম’ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।     

স্বাস্থ্য কর্মকর্তারা সম্ভাব্য নমুনায়নের নির্ধারণের জন্য দমকলকর্মীদের ভ্রমণ এবং মেলামেশার বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

গতকাল সোমবার সান ভারনারডিনো কাউন্টি ও স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য মতে, কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫৩০ জন। আর ভাইরাসটির সংক্রমণে এখনো পর্যন্ত ১৬ জনের মৃত্যুর বিষয়ে রেকর্ড করা হয়েছে। 

/এলএ বাংলা টাইমস/