লস এঞ্জেলেস

এখন থেকে লস এঞ্জেলেসের যে কোন বাসিন্দা করোনা টেস্ট করাতে পারবে


এখন থেকে লস এঞ্জেলেসে বসবাসকারী যে কেউ প্রাণঘাতী করোনাভাইরাসের টেস্ট করাতে পারবে। অবশ্য এতোদিন প্রাণঘাতী এই ভাইরাসটি শনাক্তকরণের টেস্ট সীমিত পরিসরে করা হতো।

গতকাল সোমবার থেকে এই সীমাবদ্ধতার বিষয়টি তুলে নেন লস এঞ্জেলেস মেয়র এরিক গারসেট্টি। অবশ্য তিনি আগেই বলেছিলেন, টেস্ট এর এই কার্যক্রম পুরো লস এঞ্জেলেস জুড়ে বিস্তৃত করা হবে। সেই কথা রাখলেন নগরীর এই দায়িত্বশীল মেয়র। 

কাউন্টির জনস্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার জানান, গতকাল রবিবার পর্যন্ত কাউন্টি জুড়ে ৩২ হাজারের বেশি লোক প্রাণঘাতী করোনাভাইরাসের টেস্ট করেন। আর মোট এই সংখ্যার মধ্যে ১৪ শতাংশ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ পাওয়া যায়। 

উল্লেখ্য, এতোদিন পর্যন্ত কাউন্টির করোনা সনাক্তকরণ টেস্ট কার্যক্রম সবচেয়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। যাদের বয়স ৬৫ বা তার বেশি। 

সেইসাথে ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ বা মাঝারি থেকে গুরুতর হাঁপানিসহ নানাবিধ স্বাস্থ্য জটিলতায় থাকা ব্যক্তিদের এই সুবিধা প্রদান করা হচ্ছিল। 

পরীক্ষা করতে আগ্রহী যে কোনও ব্যক্তিকে প্রথমে স্ক্রিনিং ওয়েবসাইটে, coronavirus.lacity.org/testing. নিবন্ধন করতে হবে।

/এলএ বাংলা টাইমস/