প্রাণঘাতী কভিড-১৯ (করোনাভাইরাসে) লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মরণব্যাধী এই ভাইরাসে নতুন করে প্রাণ হারায় ২২ জন।
প্রাণঘাতী এই ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৩৬০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হন ৫৫০ জন।
এর মধ্যে লং বীচ এলাকায় ভাইরাসটিতে আক্রান্ত হন ২১৩ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৫৮ জন। লস এঞ্জেলেস কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রতিদিন জ্যামিতিক হারে বেড়ে চলছে।
খুব দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ১৮ জন। অবশ্য গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মৃতের খবর পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার কাউন্টিতে ভাইরাসটি সংক্রমণের এই সর্বশেষ তথ্য প্রকাশ করে এলএ কাউন্টি স্বাস্থ্য বিভাগ। গতকাল সোমবারের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য পরিচালক জানান, লস এঞ্জেলেস কাউন্টিতে এই সপ্তাহে মৃতের হার বেড়েছে। এই সপ্তাহে মৃতের হার ২.৩ শতাংশ। অবশ্য গত সপ্তাহে এই হার ছিল ১.৮ শতাংশ।
সম্প্রতি বারবারা জানান, এলএ কাউন্টিতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ৬৭টি প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে তারা। এর মধ্যে নার্সিংহোম, পুলিশ বিভাগ, জেলখানা থেকে শুরু করে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান।
তাছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসটিতে ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৪৬০ জন। আর ভাইরাসের কবলে প্রাণ হারান ৪৩৪ জন। এর মধ্যে এলএ কাউন্টিতে মোট আক্রান্ত ৬ হাজার ৩৬০ জন, মৃতের সংখ্যা ১৪৭ জন।
অরেঞ্জ কাউন্টিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট আক্রান্ত ৯৩১ জন, আর মারা যায় ১৫ জন। রিভারসাইড কাউন্টিতে মোট আক্রান্ত ১ হাজার ১৬ জন, মৃতের সংখ্যা ২৮ জন। সান ভারনারডিনো কাউন্টিতে মোট আক্রান্ত ৫৩০ জন, মৃতের সংখ্যা ১৬। ভেনটুরা কাউন্টিতে মোট আক্রান্ত ২২৬ জন, মোট মারা যায় ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিতে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০৪ জন, মারা ১৯ জন।
আর যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৫ হাজার ৬১২ জন। এর মধ্যে শুধু নতুন করে আক্রান্ত হন ২৮ হাজার ৬০৮ জন। আর মৃতের সংখ্যা ১২ হাজার ৭৯০ জন।
সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।
লস এঞ্জেলেস কাউন্টি ও ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী সকল বাংলাদেশি বাঙালিকে নগর প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের নির্দেশ মেনে নিরাপদে ঘরে থাকার আহ্বান। আসুন আমরা সবাই সচেতন হই। একসাথে মিলে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ করি। সেইসাথে লস এঞ্জেলেস কাউন্টি, ক্যালিফোর্নিয়া ও যুক্তরাষ্ট্রের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট দেখতে চোখ রাখুন লস এঞ্জেলেসের বাংলা মুখপত্র এলএ বাংলা টাইমসে।অনুরোধে লস এঞ্জেলেস বাংলা টাইমস।