লস এঞ্জেলেস

করোনায় লস এঞ্জেলেসে মৃতের সংখ্যা বেড়ে ১৯৮; আক্রান্ত ৭হাজার ৫৩০


প্রাণঘাতী করোনাভাইরাসে লস এঞ্জেলেস কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৮ জনে। মরণব্যাধী এই ভাইরাসে শুধু গতকালকেই মারা যায় ২৯ জন। ভাইরাসটিতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৫৩০ জন। গতকাল আক্রান্ত ৬২০ জন। এর মধ্যে লং বীচ এলাকায় আক্রান্তের সংখ্যা ২৫৬ জন ও পাসাডেনা এলাকায় আক্রান্ত হন ৮০ জন।
আজ বুধবার কাউন্টির ভাইরাস সংক্রমণের সর্বশেষ তথ্য প্রকাশ করে স্বাস্থ্য পরিচালক বারবারা ফেরার। বিকালের এই সংবাদ সম্মেলনে ফেরার জানান, নতুন আক্রান্তদের মধ্যে কমপক্ষে ১২ জন হোমলেস পিপল। তাছাড়া, সংক্রমিতদের মধ্যে এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ১ হাজার ১৩৩ জন। সেইসাথে আজ বিকালে সাউথ লস এঞ্জেলেস ও পাসাডেনা এলাকায় নতুন করে দুটি টেস্টিং সাইট উদ্বোধন করা হয়।
ভাইরাসটিতে বাংলাদেশি অধ্যুষিত ‘লিটল বাংলাদেশ’ এলাকায় এখনো পর্যন্ত মারা যায় ২৬ জন। এর মধ্যে শুধু গতকালকেই মারা যায় ৮ জন। ক্যালিফোর্নিয়াতে এখনো পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৫৩৫ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান ৪৮৫ জন।
এলএ কাউন্টিঃ মোট আক্রান্ত ৭ হাজার ৫৩০ জন, মৃতের সংখ্যা ১৯৮ জন। অরেঞ্জ কাউন্টিঃ মোট আক্রান্ত ৯৩১ জন, মৃতের সংখ্যা ১৫ জন। রিভারসাইড কাউন্টিঃ মোট আক্রান্ত ১ হাজার ১৬ জন, মৃতের সংখ্যা ২৮ জন। সান ভারনারডিনো কাউন্টিঃ মোট আক্রান্ত ৫৪৭ জন, মৃতের সংখ্যা ১৭। ভেনটুরা কাউন্টিঃ মোট আক্রান্ত ২৪৩ জন, মৃতের সংখ্যা ৬ জন। আর সান ডিয়েগো কাউন্টিঃ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৫৪ জন, মৃতের সংখ্যা ৩১ জন।
যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ১০১ জন। এর মধ্যে শুধু নতুন করে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৬৬ জন। আর মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৬৬৮ জন। নতুন করে এখনো পর্যন্ত মারা যায় ১ হাজার ৮২৭ জন।
সুপ্রিয় পাঠক, প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত সর্বশেষ তথ্য নিয়ে এই সংবাদ প্রকাশ করা হয়ে থাকে। প্রতিনিয়ত লাইভ আপডেটের জন্য আপনারা চোখ রাখতে পারেন আমাদের করোনা ট্র্যাকিং টুলে। তাছাড়া, এলএ বাংলা টাইমসের অনুসন্ধানে এখনো পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসটিতে লস এঞ্জেলেসে বা তার আশেপাশের কাউন্টিতে কোন বাংলাদেশির আক্রান্ত বা মৃতের খবর পাওয়া যায়নি।