লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসে করোনায় বেশি মারা যাচ্ছে হিস্পানিক/ল্যাটিনো, পরে শ্বেতাঙ্গ


পুরো লস এঞ্জেলেস জুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। আজ পর্যন্ত মরণব্যাধী এই ভাইরাসটিতে মারা যায় প্রায় ২০০ জন মানুষ। এর মধ্যে রয়েছে নানা বয়স ও ধর্ম বর্ণের লোকজন।

গতকাল মঙ্গলবার পর্যন্ত মারা যাওয়া এ সকল মানুষের ডাটা নিয়ে একটি গবেষণা করে লস এঞ্জেলেস কাউন্টি। সেখানে লস এঞ্জেলেস কাউন্টির বিভিন্ন মানুষের মধ্যে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুহার তুলে ধরা হয়।

কাউন্টির প্রকাশিত এই তালিকায় দেখা যায় ভাইরাসটির সংক্রমণে সবচেয়ে বেশি মারা যাচ্ছে আফ্রিকান আমেরিকানরা। নিচে বর্ণের ভিত্তিতে করা কাউন্টির এই জরিপ কাজের ফলাফল নিচে তুলে ধরা হলঃ

এশিয়ানঃ প্রাণঘাতী এই ভাইরাসটিতে এলএ কাউন্টিতে আক্রান্ত এশিয়ান আমেরিকানের সংখ্যা ৩১৬ জন। আর মারা যায় মোট ১৮ জন। জনসংখ্যার অনুপাতে এশিয়ানদের মধ্যে মৃত্যুহার ১৫ শতাংশ

ব্লাকঃ লস এঞ্জেলেসের ব্লাক জনসংখ্যাদের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যায় ১৬ জন। আর মোট আক্রান্ত হয় ২৮৩ জন। ব্লাকদের মধ্যে মৃত্যুহার ৮ শতাংশ।  

হিস্পানিক/ল্যাটিনোঃ করোনাভাইরাসে আক্রান্ত হিস্পানিকের সংখ্যা ৭৩৫। আর মারা যায় ২৬ জন। এই সম্প্রদায়ের মধ্যে মৃত্যুর হার ৪৮.৬ শতাংশ

হোয়াইটঃ ভাইরাসটিতে আক্রান্ত হোয়াইটদের মোট সংখ্যা ৮৭০ জন। আর মারা যায় ২৫ জন। কিন্তু জনসংখ্যার অনুপাতে তাদের মধ্যে মৃত্যুহার মাত্র ২৬ শতাংশ

অন্যান্যঃ অন্যান্য সম্প্রদায়ের মধ্যে মোট আক্রান্ত হয় ৬৯৩ জন। আর মারা যায় ৮ জন। জনসংখ্যার অনুপাতে তাদের মৃত্যুহার ১.৪ শতাংশ।    

/এলএ বাংলা টাইমস/