লস এঞ্জেলেস

লং বীচে ‘সেইফার অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল পুলিশ


আজ শুক্রবার ‘সেইফার অ্যাট হোম’ আদেশের সময় বাড়াল লং বীচ পুলিশ বিভাগ। প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানায় পুলিশ বিভাগ। 


সময় বাড়ানোর বিষয়ে পুলিশ বিভাগ জানায়, আমরা আমাদের কমিউনিটিকে মরণব্যাধি এই ভাইরাসটি থেকে সুরক্ষিত রাখতে চাই। এই ভাইরাসটির কারণে আমাদের কমিউনিটি যাতে কম ক্ষতিগ্রস্ত হয় সেই চেষ্টা আমরা করছি। 

কিন্তু এখনো অনেকেই ‘সেইফার অ্যাট হোম’ আদেশ মেনে ঘরে থাকছেন না বলে আক্ষেপ করেন সিটি পুলিশ বিভাগ। তারা জানায়, অনেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির ভয়াবহতা বুঝতে পারছে না। তাই শুধু শুধু প্রয়োজন ব্যতিরেকে বাইরে বের হচ্ছে। 

অবশ্য নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে বলে জানান সিটি কর্মকর্তারা। ৬ ফিট ‘সামাজিক দূরত্ব’ লঙ্ঘনকারীদের সর্বনিম্ন ৫০ ডলার থেকে সর্বোচ্চ ১ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হচ্ছে। সেইসাথে রয়েছে ৩ মাসের জেল।

ইস্টার সানডে পর্যন্ত বাড়ানো হয়েছে ‘সেইফার অ্যাট হোম’ আদেশের এই সময়। অবশ্য গত মার্চ থেকে তা শুরু হয়েছে। 

উল্লেখ্য, এখনো পর্যন্ত লংবীচে প্রাণঘাতী এই ভাইরাসটিতে আক্রান্ত হয় ৩১৬ জন। আর মারা যায় মোট নয় জন। আজ শুক্রবার সিটি স্বাস্থ্যবিভাগ এমন তথ্য নিশ্চিত করেন। 

/এলএ বাংলা টাইমস/