লস এঞ্জেলেস

১৫ মে লকডাউন উঠছে না, তবে শিথিল হতে পারে: মেয়র গ্যারসেটি



লস এঞ্জেলেস মেয়র এরিক গ্যারসেটি জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে ঘরে নিরাপদে থাকার নির্দেশনা ১৫ মে তুলে দেওয়া হচ্ছে না। তবে কিছু বিষয় খুলে দেওয়া হবে। অর্থ্যাৎ শিথিল করা হতে পারে লকডাউন। কিন্তু ধীর ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যেতে বছর লেগে যাতে পারে বলে মন্তব্য করেন তিনি।
 
আগামী দুই সপ্তাহে করোনাভাইরাসের প্রকোপ ও হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা কমে যাবে বলে আশা জানিয়েছেন  মেয়র। তবে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে কাউন্টি ও আশেপাশের শহরগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে বলে নিশ্চিত করেছেন গ্যারসেটি।

মেয়র বলেন, আশাকরি তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে সবুজ সংকেত পাবেন। ১৫ মে  ‘প্রাথমিক পদক্ষেপ’ নেওয়া যাবে বলেও আশা করি। তবে একেবারেই সব সচল করতে পারব বা পার্টি হবে; এমনটা ভাবলে কাউন্টিতে অনেক মানুষ মার যাবে।

ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার একটি গবেষণা উল্লেখ করে গ্যারসেটি বলেন, উপসর্গ প্রকাশ না পেলে ৯৫ শতাংশ বাসিন্দা করোনায় আক্রান্ত হতে পারে। লস এঞ্জেলেসের করোনা আক্রান্ত প্রতি পাঁচজনের একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলেও উল্লেখ করেন মেয়র।

তিনি বলেন, এ সময় যদি আমরা সঠিক পদক্ষেপ না নিতে পারি। তাহলে সব চেষ্টার ফল হবে শূন্য। আমরা হাজার হাজার মানুষের মৃত্যু দেখব।

দুই সপ্তাহ পরে লকডাউন কিছুটা শিথিল করা হবে বলে জানান গ্যারসেটি। এরপর আরও দুই সপ্তাহ পরে পরিস্থিতি অনুমান করা যাবে বলে মতামত তার। 

লকডাউন খুলে দেওয়ার জন্য আজও সিটি হলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। আন্দোলনকারীরা বর্তমান জরুরি ঘোষণা বাতিলের দাবি জানিয়েছেন। আগামী ১৯ মে পর্যন্ত এটি কার্যকর থাকছে। গ্যারসেটি এটিকে মতামত প্রকাশের স্বাধীনতা বলেও উল্লেখ করেন।


/এলএ বাংলা টাইমস/এন/এইচ