করোনাভাইরাস মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন স্বাস্থ্যসেবা কর্মীরা। কিন্তু তাদেরও হারাতে হয়েছে চাকরি অথবা নিতে হয়েছে বাধ্যতামূলক ছুটি। মার্চের মধ্য থেকে ক্যালিফোর্নিয়ায় স্বাস্থ্যসেবা কর্মীরা এ ধরনের সংকটে পড়েছেন।
বড় বড় সেবাকেন্দ্র যেমন স্টেনফোর্ড হেলথকেয়ার থেকে শুরু করে গ্রামীণ অঞ্চলের ছোট হাসপাতালগুলোতেও এ ধরনের ঘটনা ঘটেছে। ফেডোরেল লেবার স্ট্যাটিসটিকস এর তথ্য মতে রেস্টুরেন্ট সেক্টরের পরই স্বাস্থ্যসেবা সেক্টরে সবচেয়ে বেশি মানুষ চাকরি হারিয়েছেন।
ইমার্জেন্সি ভিজিট ও সার্জারি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতালগুলো আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। করোনা রোগ যেন ছড়াতে না পারে সেজন্যও তাদের নিতে হচ্ছে ব্যবস্থা। রোগীরা চাইছেন যতটা সম্ভব ঘরে থাকতে ও হাসপাতালে না আসতে। এতে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবা খাতটি।
ইউএসসির স্বাস্থ্য অর্থনীতি বিশেষজ্ঞ গ্লেন মেলনিক বলেন, ৩৫ বছর ধরে চাকরির বাজারে স্বাস্থ্যসেবা দারুণ অংশীদারিত্ব রেখেছে। এবার কিছুটা কম মুনাফা এই খাতে মেনে নিতে হবে।
এদিকে কমন স্পিরিট হেলথ এর প্রেসিডেন্ট মার্ভিন ও’কুন পরিস্থিতি মারাত্মক বলে বর্ণনা করেছেন। প্রায় ২১টি রাজ্যে কমন স্পিরিটের স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। তাদের মুনাফা শতকরা ৪০ ভাগ কমে গেছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। এমন পরিস্থিতি প্রায় সকল হাসপাতালগুলোতেই।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ