মডোক কাউন্টির পর এবার নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ইয়ুবা ও সাটার কাউন্টি শর্ত সাপেক্ষে লকডাউন তুলে নিচ্ছে। সোমবার থেকে কাউন্টি দুটি কিছুটা সচল হচ্ছে। ব্যবসায়িক কারণেই গভর্নর গেভিন নিউসামের ছয় সপ্তাহের নিরাপদে ঘরে থাকার নির্দেশনা থেকে সরে যাচ্ছে তারা। এর আগে শুক্রবার থেকে ৯ হাজার বাসিন্দার মডোক কাউন্টিতে স্কুল, চার্চ, রেস্টুরেন্ট সচল করা হয়। তবে বাসিন্দাদের বজায় রাখতে হবে ৬ ফুট সামাজিক দূরত্বের নির্দেশনা।
ইয়ুবা ও সাটার কাউন্টিতে মোট জনসংখ্যা ১ লাখ ৭১ হাজারের বেশি। তবে মাত্র ৫০টি করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। শুক্রবার নিউসাম জানিয়েছেন, আসছে দিনগুলোতেই তিনি সম্ভব হলে ঘরে থাকার নির্দেশনা শিথিল করতে পারেন।
রাজ্যগুলোর মধ্যেই গভর্নর নিউসামই প্রথম ১৯ মার্চ লকডাউন জারি করেন। তাই অন্যান্য রাজ্য কিংবা নিউইয়র্কের তুলনায় ক্যালিফোর্নিয়ায় মৃত্যুর হার কম। নিউইয়র্কে ২৪ হাজার মানুষের করোনায় মৃত্যুর বিপরীতে ক্যালিফোর্নিয়ায় মৃত্যু ২১০০ এর কিছু বেশি। এসব মৃত্যুর অধিকাংশই লস এঞ্জেলেস কাউন্টিতে।
ইয়ুবা ও সাটার কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর ফং লু শুক্রবার নির্দেশনা জারি করে জানান, শুক্রবার থেকে রেস্টুরেন্ট, শপিং মল, জিম, ফিটনেস স্টুডিও, স্যালুন ইত্যাদি খোলা রাখা যাবে। তবে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা ও ৬ ফুট সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া ১০ জনের বেশি একসাথে জড়ো হওয়া যাবে না। এছাড়া ৬৫ বছরের বয়স বেশি যাদের তাদের ঘরে থাকার জন্যই অনুরোধ করা হচ্ছে।
/এলএ বাংলা টাইমস/এন/এইচ