লস এঞ্জেলেস

ক্যালিফোর্নিয়া পুরোপুরি খুলে দিতে লস এঞ্জেলেসে বিক্ষোভ


লস এঞ্জেলেসে দ্য ক্যাথেড্রাল অব আওয়ার লেডিতে রোববার জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাদের দাবি ছিলো ক্যালিফোর্নিয়ার ব্যবসা বাণিজ্য পুরোদমে সচল করা। এছাড়া চার্চ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া।

করোনা মহামারিকে উপেক্ষা করে হাজার হাজার আন্দোলনকারী লস এঞ্জেলেস সিটি হলের বাইরে জড়ো হন। তারা যুক্তরাষ্ট্রের পতাকা উড়াতে থাকেন ও  মৌলিক অধিকারের স্বাধীনতা চেয়ে স্লোগান দেন। প্রতিবাদকারীরা গভর্নর গেভিন নিউসামের নিন্দা করেন ও ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করতে আহ্বান জানান।

কনজারভেটিভ রেডিও টক শো হোস্ট ডেনিস প্রেজারকে বিক্ষোভে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানানো হয়। প্রেজার ক্যালিফোর্নিয়া পুরোদমে সচলের ব্যাপারে সমর্থন জানান।

একইদিন সকালে ক্যাথেড্রাল অব আওয়ার লেডিতে জড়োকারীরা চার্চ খুলে দেওয়ার দাবি জানান যাতে তারে সেখানে প্রার্থনা করতে পারেন।

এদিকে শুক্রবার গেভিন নিউসাম বলেন,  ধর্মীয় প্রার্থনালয়গুলো  খুলে দেওয়ার ব্যাপারে সোমবান নীতিমালা প্রকাশ করবে ক্যালিফোর্নিয়া রাজ্য।

বড় পরিসরে ক্যালিফোর্নিয়ার ব্যবসা-বাণিজ্য খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও লস এঞ্জেলেস কাউন্টি নূন্যতম শর্তগুলো পূরণ করতে পারেনি। তাই সেখানে অর্থনৈতিক কর্মকাণ্ড এখনই পুরোদমে শুরু হবে না। যদিও বিচ, কার ওয়াশ ও ম্যানুফেকচারিং শর্ত সাপেক্ষে চালু হয়েছে।

ইতোমধ্যে পার্শ্ববর্তী অরেঞ্জ ও ভেনচারা কাউন্টিতে শপিংমল ও রেস্টুরেন্টে ডাইন-ইন উন্মুক্ত হয়েছে।

রোববারে ক্যালিফোর্নিয়ায় সংক্রমণ বেড়ে দাঁড়ায় ৯২,৭১০ জনে। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩,৭৪৪ জনে। রাজ্যে করোনাভাইরাস সবচেয়ে বেশি ছড়িয়েছে লস এঞ্জেলেস কাউন্টিতে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ