লস এঞ্জেলেস

লস এঞ্জেলেসের বাসিন্দাদের আবাসন খরচে ১০০ মিলিয়ন সহায়তার প্রস্তাব



লস এঞ্জেলেস সিটি কাউন্সিল প্রেসিডেন্ট নুরি মার্টিনেজ বুধবার এক প্রস্তাব দায়ের করছেন যাতে করোনাভাইরাসের জরুরি সহায়তা ফান্ড থেকে শহরের আবাসন খরচে সাহায্য করা যায়। ফেডারেল ফান্ডিং থেকে এই ১০০ মিলিয়ন সহায়তা চাওয়া হয়েছে।


করোনাভাইরাস সংক্রান্ত তহবিল থেকে লস এঞ্জেলেস ৬৯৪ মিলিয়ন ডলার সহায়তা গ্রহণ করবে। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলারের মাধ্যমে বাড়িওয়ালা, ভাড়াটিয়া ও লিজ হোল্ডারদের সাহায্যের প্রস্তাব করা হয়েছে।

নুরি মার্টিনেজ জানান জুলাইয়ের ১ তারিখ থেকে এই সংক্রান্ত সহায়তা শুরুর কথা চিন্তা করা হচ্ছে। তিনি বলেন, মহামারির শুরু থেকে সিটি কাউন্সিল ও মেয়র এরিক গ্যারসেটি একটি কথাই ভাবছেন। তা হলো বাসিন্দাদের নিরাপত্তা। স্বাস্থ্যের পাশাপাশি তাদের অন্যান্য কল্যাণ ও হাউজিং নিয়ে ভাবতে হবে।

এদিকে মেয়র  গ্যারসেটি জানিয়েছেন, প্রায় ৫০ হাজার পরিবার করোনাকালীন আবাসন খরচ সুবিধা পাবেন। তবে এতে ক্ষতিগ্রস্তদের প্রমাণ করতে হবে মহামারির কারণে তাদের আয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। রেন্টারস রিলিফ প্রোগ্রামে আরও বেশি মানুষকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি।

কেউ যদি এই সহায়তা কার্যক্রমে অংশ নিতে চায় তাহলে hcidla.org ওয়েবসাইটে গিয়ে অর্থ সহায়তা দিতে পারে।

/এলএ বাংলা টাইমস/এন/এইচ